অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো গুরুতর অসুস্থ! আরজি করে প্রস্তুত ICU

Junior Doctors Hunger Strike কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে ৬ জন ডাক্তার অনশন শুরু করেন৷…

Junior Doctors Hunger Strike

Junior Doctors Hunger Strike

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে ৬ জন ডাক্তার অনশন শুরু করেন৷ পরে অনশন আন্দোলনে যোগ দেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। টানা অনশনে তাঁরা সকলেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তবে অনিকেতের অবস্থা গুরুতর বলে খবর মিলেছে৷ (Junior Doctors Hunger Strike)

অসুস্থ অনিকেত Junior Doctors Hunger Strike

ধর্মতলার অনশনমঞ্চে উপস্থিত রয়েছেন অন্যান্য চিকিৎসকেরাও। আরজি কর হাসপাতালেরই এক চিকিৎসক সংবাদমাধ্যমে জানিয়েছেন, সকলের শরীরই  খারাপ হতে শুরু করেছে৷ তবে অনিকেত মাহাতোর অবস্থা চিন্তায় ফেলেছে। তাঁর কিডনি এবং লিভারের উপর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর জন্য আরজি করের আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি৷ অনশন মঞ্চের সামনে তৈরি রয়েছে অ্যাম্বুল্যান্সও। যদিও অনশন মঞ্চ ছেড়ে হাসপাতাল যেতে নারাজ অনিকেত।

আরও পড়ুন-

দীপ নিভে গিয়েছে অভিশপ্ত আগস্টে! 

“শুধুই সময় নষ্ট! নিষ্ফলা..” বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের অনশন

Bengal: Junior doctors protesting the RG Kar case in Dharmatala since Saturday face deteriorating health, with Aniket Mahato in critical condition. Despite their weakening state, they remain steadfast in their demands. Ambulances and ICU ready for emergencies.