masood mandal
নিজস্ব প্রতিনিধি: নদিয়া ও পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী মাসুদকে খুন করল দুষ্কৃতীরা। হাতকাটা মাসুদ বলেই পরিচিত ছিল সে। রবিবার সকালে চাপড়া পদ্মালামা মাঠের পাশে থাকা একটি ইটভাটার কাছে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গুলি করেই তাকে খুন করা হয়েছে মাসুদ। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলার পাশাপাশি তোলাবাজি-সহ বহু অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় শনিবার রাতে বাড়িতে ঢুকে তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাসুদকে তুলে নিয়ে যায়। সারারাত নিখোঁজ থাকার পর রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। কয়েক মাস আগে একটি খুনের মামলায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করার পর জামিনে ছাড়া পায় সে। উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের পর এলাকায় অশান্তি ও খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া এলাকাবাসীর কাছে টাকা আদায় করার অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ তাকে একটা সময় গ্রেফতারও করেছিল চাপড়া থানার পুলিশ। সব মিলিয়ে মাসুদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল এলাকাবাসীর। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। এদিন মাসুদ খুন হয়েছে এ কথা শুনেই এলাকায় ভিড় জমে যায়। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে সেখানে জড়ো হয়ে যান। জানা গিয়েছে নদিয়া জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও মাসুদ ও তার গ্যাংয়ের বিরুদ্ধে খুন, জখম, লুঠপাটের বহু অভিযোগ রয়েছে। দুটি জেলাতেই রীতিমতো ত্রাসে পরিণত হয়েছিল হাতকাটা মাসুদ। কিছুদিন আগে রানাঘাটের একটি বিখ্যাত সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও নাম জড়ায় মাসুদের। সেই মাসুদ এবার খুন হয়ে হল। তবে হাতকাটা মাসুদকে কারা খুন করেছে সেটা ধরাই এখন পুলিশের প্রধান কাজ। আপাতত সেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ।