‘৩৭০ ধারা ফেরানোর দাবি বোকামো’, কেন একথা বললেন ওমর?

Omar Abdullah on article 370 শ্রীনগর: ৩৭০ ধারার অবসান ঘটিয়ে জম্মু-কশ্মীরে অনুষ্ঠিত হয় বিধানসভা ভোট৷ দীর্ঘ ১০ বছর পর ভোট উৎসবে সামিল হয় ভূস্বর্গের মানুষ৷…

Omar Abdullah on article 370

Omar Abdullah on article 370

শ্রীনগর: ৩৭০ ধারার অবসান ঘটিয়ে জম্মু-কশ্মীরে অনুষ্ঠিত হয় বিধানসভা ভোট৷ দীর্ঘ ১০ বছর পর ভোট উৎসবে সামিল হয় ভূস্বর্গের মানুষ৷ তবে বিজেপি নয়, জম্মু-কাশ্মীরে বিশাল ভোটে জয়যুক্ত হয় ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। শুধু তাই নয়, হারতে হয় বিজেপির রাজ্য সভাপতি রবিন্দর রায়নাকেও৷ খুব স্বাভাবিক ভাবেই ওমর আবদুল্লাকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। যিনি সম্পর্কে ওমর আবদুল্লার বাবা৷ এই আবহে ৩৭০ ধারা নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের ভাবী মুখ্যমন্ত্রী৷ (Omar Abdullah on article 370)

৩৭০ ধারা প্রত্যাহারের দাবি বোকামো Omar Abdullah on article 370

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর বলেন, এই মুহূর্তে ৩৭০ ধারা প্রত্যাহারের দাবি জানানো বোকামো ছাড়া কিছু নয়৷ আমরা বলছি না যে আমরা ৩৭০ নিয়ে নীরব থাকব বা এটি আমাদের কাছে আর কোনও ইস্যু নয়। তবে আমরা জনগণকে বোকা বানাতে পারব না। আমি মনে করি, যারা ৩৭০ ধারা প্রত্যাহার করেছে, তাঁদের কাছ থেকে ফের ৩৭০ ধারা ফিরে পাওয়ার প্রত্যাশা করাটা নিশ্চিত ভাবেই বোকামি। এটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই হবে না৷’’ তিনি আরও বলেন, আমরা এই ইস্যুটিকে বাঁচিয়ে রাখব… আমাদের আশা, একদিন কেন্দ্রের সরকার পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, যাঁর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলতে পারব এবং তাঁর কাছ থেকে জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য কিছু অর্জন করতে পারব৷’’

আরও পড়ুন-

রাজনীতির প্রথম ম্যাচেই জয়!

কাশ্মীরে এগিয়ে এনসি-কংগ্রেস জোট,

Haryana Election: হরিয়ানায় টানটান উত্তেজনা, 

Nita Ambani: ‘ঠাকুমার ঝুলি’ নিয়ে পৃথ্বী-জেহদের স্কুলে হাজির নীতা,

 

 National: Jammu Kashmir elections, Article 370 repeal, NC-Congress alliance, BJP, Omar Abdullah, Farooq Abdullah, Ravinder Raina, assembly elections, Indian politics, election results, Kashmir special status.