ষষ্ঠীতে দিনভর কর্মসূচি জুনিয়র ডাক্তারদের! কী কী করতে চলেছেন তাঁরা?

Junior Doctors Protest West Bengal কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ উৎসবের মরশুমেও দশ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। ষষ্ঠীর সকালেও আরজি…

Junior Doctors Protest

Junior Doctors Protest West Bengal

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ উৎসবের মরশুমেও দশ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। ষষ্ঠীর সকালেও আরজি করের নির্যাতিতার স্মৃতিতে একাধিক কর্মসূচি রাখলেন জুনিয়র ডাক্তাররা৷ (Junior Doctors Protest West Bengal )

 

অভয়ার স্মরণে রক্তদান শিবির Junior Doctors Protest West Bengal

আজ সকালে আরজি কর মেডিক্যাল কলেজে অভয়ার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুপুর ২ টো নাগাদ ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে শুরু হবে তাঁদের পুজো পরিক্রমা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, মোট ১২ টা প্যান্ডেলে যাবেন পড়ুয়া চিকিৎসকেরা। তার মধ্যে রয়েছে মুদিয়ালি, কালীঘাট, এন্টালির মতো প্যান্ডেলগুলি। মণ্ডপে মণ্ডপে ১০ দফা দাবি উল্লেখিত লিফলেট বিলি করবেন তাঁরা৷  সঙ্গে নিয়ে যাবেন আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা৷ আরজি করে গণইস্তফা দিয়েছেন তাঁরা৷ যা আন্দোলনকারীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে৷

আরও পড়ুন-

জুনিয়র ডাক্তারদের সমর্থন!

“…অসুর নিধন” তিলোত্তমার মা-বাবার অডিও মেসেজ!

Bengal Junior doctors persist with their protest in West Bengal despite the festive season. On Sasthi morning, they organized a blood donation camp and plan a procession with 10 demands. Senior doctors show solidarity by resigning en masse.