রাজনীতির প্রথম ম্যাচেই জয়! বিজেপি প্রার্থীকে হারিয়ে হরিয়ানায় জয়ী ভিনেশ

vinesh phogat wins haryana election চণ্ডীগড়: দঙ্গল গার্ল ভিনেশ ফোগাটের জন্য২০২৪ সালটা বেশ ঘটনাবহুল। অলিম্পিক ফাইনালে পৌঁছেও পদক জেতার সুযোগ হারান তিনি৷ ওজন সামান্য বেশি…

vinesh phogat wins haryana election

vinesh phogat wins haryana election

চণ্ডীগড়: দঙ্গল গার্ল ভিনেশ ফোগাটের জন্য২০২৪ সালটা বেশ ঘটনাবহুল। অলিম্পিক ফাইনালে পৌঁছেও পদক জেতার সুযোগ হারান তিনি৷ ওজন সামান্য বেশি থাকায় ফাইনাল না খেলেই ফিরতে হয় দেশে৷ আন্তর্জাতিক ক্রিড়া আদালতে রৌপ পদকের জন্য আবেদন জানালেও, সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় ভিনেশকে৷ দেশে ফেরার পর রাজনীতির আঙিনায় প্রবেশ করেন কুস্তিগির। কংগ্রেসের টিকিটে হরিয়ানার বিধানসভা ভোটে লড়েন৷ প্যারিস থেকে পদক আনতে না পারলেও, ভোটে জিন্দ জেলার জলানা কেন্দ্রে বিজেপির প্রার্থী যোগেশ বাজরঙ্গিকে পরাজিত করেন তিনি। এই জয় ভিনেশের রাজনৈতিক কেরিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ (vinesh phogat wins haryana election)

সরকার গড়বে বিজেপি vinesh phogat wins haryana election

জলানা কেন্দ্রে বিজেপি প্রার্থী যোগেশ বাজরঙ্গিকে ৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন ভিনেশ৷ ফোগাট জিতলেও হরিহানায় সরকার গড়তে  পারবে না হাত শিবির৷ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি৷ তারা ৪৯টি আসনে এগিয়ে রয়েছে৷ কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে৷ যা থেকে ফলাফল প্রায় স্পষ্ট৷

National: 2024 has been eventful for Vinesh Phogat. Missing an Olympic medal due to weight issues, she later enters politics, winning Haryana’s assembly election in Jind district. Despite sports setbacks, her political victory marks a significant milestone.