তলানিতে দেশের অর্থনীতি, বিস্ফোরক শিল্পপতি বাজাজ

নয়াদিল্লি: দেশের চরম আর্থিক মন্দার পরিস্থিতি ভয়াবহ প্রভাব পড়ছে দেশের ব্যবসায়িক ক্ষেত্রেও৷ সম্ভবত এবার তার প্রকাশ্যে আনলেন বর্ষিয়ান শিল্পপতি রাহুল বাজাজ৷ ইকনোমিকস টাইমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সমালোচনা করতে ভয় পায় দেশের মানুষ৷ এই সমালোচনার জন্য তারা যে প্রতিহিংসার শিকার হবে না সে বিষয়ে তাদের আস্থা নেই৷ তিনি আরও বলেন, ইউপিএ সরকারের

3 stocks recomended

তলানিতে দেশের অর্থনীতি, বিস্ফোরক শিল্পপতি বাজাজ

নয়াদিল্লি: দেশের চরম আর্থিক মন্দার পরিস্থিতি ভয়াবহ প্রভাব পড়ছে দেশের ব্যবসায়িক ক্ষেত্রেও৷ সম্ভবত এবার তার প্রকাশ্যে আনলেন বর্ষিয়ান শিল্পপতি রাহুল বাজাজ৷ ইকনোমিকস টাইমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সমালোচনা করতে ভয় পায় দেশের মানুষ৷ এই সমালোচনার জন্য তারা যে প্রতিহিংসার শিকার হবে না সে বিষয়ে তাদের আস্থা নেই৷

তিনি আরও বলেন, ইউপিএ সরকারের সময় মানুষ সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে সমালোচনা করার সাহস পেত৷ এদিন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর সামনে দাঁড়িয়ে তিনি এই প্রশ্নও করেন, বর্তমান সরকারকে কোনো প্রশ্ন করার অনুমতি দেওয়া হয় না কেন জনসাধারণকে?

এই প্রশ্নের উত্তরে মঞ্চে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন সংবাদ মাধ্যমে সবসময়ই বর্তমান সরকারের সমালোচনা শোনা যায়৷ এর পরেও যদি এমন অভিযোগ থাকে তাহলে বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখবেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সরকার খুব স্বচ্ছভাবে কাজ করছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমালোচনা গুলিকে মাথায় রেখে সমস্যাগুলো সমাধান করারও চেষ্টা করছে৷

গত শুক্রবারে জিডিপির হার প্রকাশ্যে আসে৷ চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি-তে বৃদ্ধির হার নেমে দাঁড়ায় ৪.৫ শতাংশে৷ বিগত ৬ বছরের তুলনায় যা সর্বনিম্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 2 =