টানা চার ম্যাচে হার, কোচ বদলালেও ম্যাচ ফস্কাল ইস্ট-বেঙ্গলের হাত থেকে

East Bengal loses to Jamshedpur fc কলকাতা: ফুটবল দেবতা যেন মুখ ফিরিয়েছে তাঁদের উপর থেকে৷ যেখানে অন্তত আটটি গোল করার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের হাতে, সেখানে…

east bengal loses to jamshedpur fc

East Bengal loses to Jamshedpur fc

কলকাতা: ফুটবল দেবতা যেন মুখ ফিরিয়েছে তাঁদের উপর থেকে৷ যেখানে অন্তত আটটি গোল করার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের হাতে, সেখানে তাদের ঝুলি পুরো ফাঁকা৷  জামশেদপুরের বিরুদ্ধে একের পর এক সুযোগ নষ্ট করলেন ক্লেটন সিলভা, মাদি তালাল, সউল ক্রেসপোরা৷ (east bengal loses to jamshedpur fc)

টানা চার ম্যাচ হার east bengal loses to jamshedpur fc

এই নিয়ে চলতি আইএসএলে টানা চারটি ম্যাচ হারল লাল-হলুদ শিবির। যদিও চলতি মরসুমে এই ম্যাচেই সবচেয়ে ভাল খেলে ইস্ট বেঙ্গল। কিন্তু তার পরেও শেষ রক্ষা হল না। দলকে সমর্থন জানাতে অনেকেই জামশেদপুরে গিয়েছিলেন৷ ষে৷মেষ একরাশ হতাশা নিয়ে ফিরতে হল তাঁদের৷ জয়ের হাসি হাসলেন খালিদ জামিল। তবে চলতি আইএসএল-এ প্রথম থেকেই ভাল খেলছে জামশেদপুর। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তারা।

কোচ বদল

টানা তিন ম্যাচে হারার পর এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের বডিল্যাঙ্গোয়েজ নিশ্চিত ভাবেই ছিল অলেক পজেটিভ৷ কার্লেস কুয়াদ্রাত সরার পরে বিনো জর্জ এসে ইস্চ বেঙ্গলের খেলোয়ারদের যে অনেকটাই চাগিয়ে তুলেছে তা স্পষ্ট৷ তাঁদের পরিকল্পনাতেও বদল এসেছে। তবে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হল তাঁরা৷

আরও পড়ুন-

কিউয়ি দাপটে চুরমার ভারত,

ফতিমা ম্যাজিকে দুরমুশ শ্রীলঙ্কা! 

 

Sports: East Bengal faces a tough ISL season with four consecutive losses. Missing several goal opportunities against Jamshedpur FC, players Clayton Silva, Madi Talal, and Saul Crespo couldn’t turn the tide. Fans return with disappointment despite support.