jadavpur
নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হঠাৎই চিন্তা বাড়ল। কি কারণে চিন্তিত তাঁরা? নিজেদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গেল কিনা সেটা নিয়েই মূলত চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। ঘটনা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বহু জলঘোলা হয়েছে। সমাবর্তন শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত সমাবর্তন হলেও রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস দাবি করলেন তা নাকি পুরোপুরি বেআইনি। তাই সেখানে পড়ুয়াদের দেওয়া সার্টিফিকেটের মূল্য থাকছে না। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গেল কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও সমস্যা একটা হয়েছে সেটা ভেবে রাজ্যপাল জানিয়েছেন পড়ুয়াদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় তাই বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন।
শনিবার যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। তাই সমাবর্তন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত সমাবর্তন হয়। সেখানে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর উপস্থিতিতে সহ-উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেন। কিন্তু এরপরেও বিতর্ক থেমে থাকল না। রাজ্যপালের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাঁর অনুমতি ছাড়াই সমাবর্তন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, যদি আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন হয় তাহলে সেখানে যে সার্টিফিকেট পড়ুয়াদের দেওয়া হয়েছে তার কি কোনও মূল্য থাকছে? এই পরিস্থিতিতে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রাজ্যপাল বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য আচার্যের দাবি বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়ার পরই তাঁকে অস্থায়ী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ তাঁকেই রাজ্যপাল অস্থায়ী উপাচার্য হিসেবে আগে নিয়োগ করেছিলেন। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে শিক্ষা জগতে। কয়েক মাস আগে যাকে উপাচার্যের পদে বসিয়েছিলেন, সেখানে এমন কি ঘটল যে তাঁকে হঠাতে সরিয়ে দিলেন তিনি? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। কিন্তু প্রশ্ন হল যাই ঘটে থাকুক না কেন, তার জন্য কেন সমস্যায় পড়তে হবে ছাত্র-ছাত্রীদের? সব মিলিয়ে বিতর্ক যেন ছেড়ে যেতে চাইছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। তাই আগামী দিনে বিষয়টি কোন দিকে গড়ায়, রাজ্যপাল কীভাবে সমস্যার সমাধান করেন, সেদিকেই চোখ থাকবে সবার।