দেবীপক্ষে পড়ুয়াদের উপহার! একাদশ-দ্বাদশের পড়ুয়ারা পাবে ট্যাব কেনার টাকা, কিন্তু কবে?

West bengal government distributes tablets কলকাতা: আরজি কর-কাণ্ডের আবহে চলতি বছর শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গে বাতিল হয়ে যায় ‘তরুণের স্বপ্ন’…

West bengal government distributes tablets

West bengal government distributes tablets

কলকাতা: আরজি কর-কাণ্ডের আবহে চলতি বছর শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গে বাতিল হয়ে যায় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অর্থ বিলি। তবে পুজোর আগে হাসি ফিরল ছাত্রদের মুখে৷ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করল সরকার। আজ, অর্থাৎ শুক্রবার বিকেল থেকেই সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়তে শুরু করবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে খবর৷  (West bengal government distributes tablets)

২০২১-এ শুরু তরুণের স্বপ্ন প্রকল্প

করোনা অতিমারি বদলে দেয় মানুষের জীবন৷ শিক্ষার অন্যতম অঙ্গ হয়ে ওঠে মোবাইল ফোন-ট্যাব৷ সেই পরিস্থিতি বিবেচনা করেই ২০২১ সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার। ফি বছর শিক্ষক দিবসে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়। তবে এ বছর দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়াদেরও ট্যাব কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। এর জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য অর্থ দফতর।

আরও পড়ুন-

বাড়িতে হামলা, আক্রান্ত অর্জুন সিং,

RG Kar : দুর্নীতিতে ডিরেক্ট তৃণমূল যোগ! 

 

Bengal: The West Bengal government revives the ‘Taruner Swapno’ program, providing funds for tablet purchases to over 1.6 million students. This comes after the Teachers’ Day event cancellation. Funds to be deposited in students’ bank accounts this Friday.