দুর্গাপুজোয় কেন বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

Amit Shah Durga Puja visit বিগত কয়েক বছরে দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার‌এর দুর্গাপুজোয় বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

Amit Shah Durga Puja visit অমিত শাহ

Amit Shah Durga Puja visit

বিগত কয়েক বছরে দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার‌এর দুর্গাপুজোয় বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তবে অষ্টমীর দিন কলকাতায় আসতে পারেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে কোন পুজো মণ্ডপে যাবেন নাড্ডা তা জানা যায়নি।

Durga Puja in Bengal

দুর্গাপুজো উপলক্ষে বিগত কয়েক বছরে নিয়ম করে কলকাতায় এসে পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছর মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির থিমের পুজো প্যান্ডেলের উদ্বোধন করেছিলেন তিনি। এবারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় আসার কথা ছিল। তবে আরজিকর ঘটনার জেরেই শাহের বঙ্গ সফর অনিশ্চিত হয়ে পড়েছে।

Durga Puja Visit: Why Amit Shah Won’t Attend This Year

বিগত এক মাসের বেশি সময় ধরে আরজি কর ইস্যুতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই আন্দোলন আরও তীব্র আকার নেবে পুজোর পর, বিজেপি সূত্রে এমনটাই খবর। তবে শুধুমাত্র এটাই কারণ নয়। উল্লেখ্য সন্তোষ মিত্র স্কোয়ার বাদে কলকাতা তথা পশ্চিমবঙ্গে ‘বিজেপির পুজো’ বলে তেমন কোনওটির পরিচয় নেই। প্রায় সমস্ত পুজোর সঙ্গে যুক্ত শাসক দলের নেতারা। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে কোন পুজোর উদ্বোধন করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় রাজ্য বিজেপি নেতৃত্বের।

Political analysis

অতীতে একাধিক পুজোর ‘দখল’ নিতে চেয়েছিল রাজ্য বিজেপি, এমনটাই শোনা গিয়েছিল। তবে সেই কাজে রাজ্য বিজেপি নেতৃত্ব সফল হননি। যা রাজ্য বিজেপির পক্ষে একেবারেই স্বস্তিদায়ক নয়। তাই আরজিকর কাণ্ডের পর কলকাতা তথা বাংলা জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে আর এখানে আসার কথা ভাবেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রয়েছে দলের সাংগঠনিক ব্যর্থতা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-

বাংলাদেশ থেকে উঠে গেল দুর্গাপূজো? ‘টিট ফর ট্যাট নীতি’ মোদী সরকারের

পৃথিবী থেকে ছিটকে গেল লেবানন? গাজার ডিটো! টোটকা জানে ইসরাইল? 

প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য? ৭ দাবিতে চিঠি জুনিয়র ডাক্তারদের

ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের! নাগরিক আন্দোলন বন্ধ করতে পদক্ষেপ?

জামিন ইস্যুতে কেজরিওয়ালে এক রকম, আর অনুব্রতে ইডির অন্য পদক্ষেপ! ‘সেটিং’ নাকি?

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বিজেপির মুখে আবার এনআরসি হুঁশিয়ারি!

রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু! ভোটে জিততে বিজেপির নতুন হাতিয়ার 

জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?

আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা! শীঘ্রই ডেকে জিজ্ঞাসাবাদ?