ফের বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Bengal weather update during Puja কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে৷ ভরা আশ্বিন৷ অথচ এখনও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা৷ তার উপর বিক্ষিপ্ত বৃষ্টি৷ মাটি হচ্ছে পুজোর…

Bengal weather update during Puja

Bengal weather update during Puja

কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে৷ ভরা আশ্বিন৷ অথচ এখনও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা৷ তার উপর বিক্ষিপ্ত বৃষ্টি৷ মাটি হচ্ছে পুজোর শপিং৷

আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবারের মধ্যেই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের প্রভাবেই আগামী বুধবার, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তবে শনিবারের পর থেকেই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর৷

weather update

বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হবে৷ এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ তবে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে৷ হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার ভিজবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার, পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷

আরও পড়ুন-

মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া?

দুর্বল নিম্নচাপ, তবুও রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ,

নিম্নচাপের জের! রাজ্যের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস 

ফের বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ, 

আরজি কর কাণ্ডে ‘লজ্জা’য় মুখ ঢাকলেন দেবী দুর্গা!