Sensex Today: কী অবস্থা NIFTY, BANK NIFTY এবং SENSEX-এর? দেখুন

Sensex Today ঠিক যেমন ইঙ্গিত দিয়েছিল ‘আজ বিকেল’, ঠিক তেমনই আজ চলছে শেয়ার বাজার৷ ইজরায়েল-ইরানের যুদ্ধের সৌজন্যে ফের পতন নিফটি ও সেনসেক্স-এ৷ নিফটি আজ সকালে…

Sensex Today

Sensex Today

ঠিক যেমন ইঙ্গিত দিয়েছিল ‘আজ বিকেল’, ঠিক তেমনই আজ চলছে শেয়ার বাজার৷ ইজরায়েল-ইরানের যুদ্ধের সৌজন্যে ফের পতন নিফটি ও সেনসেক্স-এ৷

নিফটি

আজ সকালে বাজার গ্যাপডাউন খুলে কিছু মাথা তোলার চেষ্টা করেছিল বটে৷ কিন্তু, এই প্রতিবেদন লেখা পর্যন্ত NIFTY ও SENSEX উপরের দিকে উঠতে পারেনি৷ NIFTY50 ও SENSEX 30-এর বেশিরভাগ শেয়ারের দাম নিচের দিকে৷ একই সঙ্গে BANK NIFTY-ও হু হু করে নিচের দিকেই ছুটে চলেছে৷

আরও নিচে নামবে শেয়ার বাজার?

Sensex Today
যে প্রতিবেদন আগেই প্রকাশ করা হয়েছিল

গত পয়লা অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, নিফটির নিচের দিকে ট্রায়াঙ্গল ভাঙলে সমস্যা বাড়তে পারে৷ নিফটির ২৫৭৫০ স্তর ব্রেকডাউন হয়, তাহলে পুরোপুরি সেলারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বাজার৷ আর আজ ঠিক সেটাই হয়েছে নিফটিতে৷ আগেই জানানো হয়েছিল, এই মুহূর্তে যথাযথ বাইং এখনও আসেনি নিফটিতে৷ চলছে শর্টকভারিং৷ আর হলও তাই৷

ব্যাঙ্ক নিফটি

ব্যাঙ্ক ইনডেক্সও নিচের দিকে ট্রায়াঙ্গল তৈরি করেছে বলে আগেই জানানো হয়েছিল৷ ট্রায়াঙ্গল ব্রেকডাউন হলে, আরও নিচে নামতে পারে ব্যাঙ্ক নিফটি৷ যদি ৫৩০০০ ব্রেকডাউন হলে ব্যাঙ্ক নিফটি আরও নামবে বলে আগেই জানানো হয়েছিল৷ এই প্রতিবেদন লেখার সময় ব্যাঙ্ক নিফটি ৫২৩৪০, নিফটি ২৫৪৯৫, সেনসেক্স ৮৩৩৩২ পয়েন্টে ট্রেড করছে৷

শেয়ার মার্কেট সংক্রান্ত সঠিক খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে Aaj Bikel-এর পাতায়৷

 

এবার ভুটানে পা অনিলেন, বিশাল প্রজেক্টের চুক্তি, প্রভাব পড়বে শেয়ারেও.

আপনি কি F&O ট্রেডার? SEBI নতুন নিয়ম জানেন তো? অপশন ট্রেড এখন ‘স্বপ্ন’! 

DGAFMS পদে প্রথম মহিলা ডাক্তার পেল দেশ, ‘গর্বিত’ বললেন ভাইস অ্যাডমিরাল আরতি 

ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা ইরানের, ‘মূল্য চোকাতে হবে’, হুঙ্কার নেতানিয়াহুর

দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে উড়িয়ে দুবাইয়ে ঝড় ভারতের