মন্দির উদ্বোধনের আগে QR কোড কেলেঙ্কারি! রামের নামে অনুদান তুলছে প্রতারকরা, জারি সতর্কতা

মন্দির উদ্বোধনের আগে QR কোড কেলেঙ্কারি! রামের নামে অনুদান তুলছে প্রতারকরা, জারি সতর্কতা

qr code

কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েক দিন। তার পরেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। লোকসভা ভোটের আগে যা বিজেপি’র হাতে অন্যতম তুরুপের তাস৷ কিন্তু, সেই রামমন্দির নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিছানো হচ্ছে প্রতারণার জাল৷ যা নিয়ে সতর্ক করে দিল খোদ বিশ্ব হিন্দু পরিষদ। গত শনিবার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে দলের তরফে সতর্ক করে বলা হয়েছে, একদল সাইবার প্রতারক মন্দিরের জন্য অনুদানের নামে টাকা তুলছে। ভক্তদের মোবাইলে পাঠানো হচ্ছে কিউআর কোড। রামতীর্থ ক্ষেত্র ট্রাস্ট এভাবে অনুদান গ্রহণ করছে না। প্রশাসনকেও এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। রামমন্দির উদ্বোধনের আগে কিউআর কাণ্ডে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির৷ বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসাল নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তর প্রদেশ’ নাম করে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। একটি কিউআর কোড দিয়ে সেখানে রাম মন্দিরের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সবাধান থাকুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =