বর্ধমান: মহার্ঘ্য পেঁয়াজ৷ কিন্তু, তাতে কি৷ তিন কেজি প্ল্যাস্টিক দিলেই ফ্রিতে মিলছে ১ কেজি পেঁয়াজ৷ মেমারি-১ ব্লকের কৃষি মেলায় এমনই উদ্যোগ নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, মেমারি-১ ব্লকের কৃষি মেলায় পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির স্টলে প্ল্যাস্টিকের বিনিময়ে ফ্রিতে পেঁয়াজ বিলির উদ্যোগ নেওয়া হয়েছে৷ পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷
পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি কৃষকদের বোঝানো হচ্ছে, তাঁরা যেন জৈব সার ব্যবহার করেন৷ তাতে কী কী সুবিধা মিলতে পারে, তাও বোঝানো হচ্ছে কৃষকদের৷ পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিকের থালা-গ্লাস ব্যবহার না করারও বার্তা দেওয়া হচ্ছে ওই সমিতির তরফে৷ এবিষয়ে সচেতনতার প্রচার করেছেন সমিতির সদস্যারা৷