পুজোর মাসে গুচ্ছ ছুটি ব্যাঙ্কে, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

Bank holidays October 2024 কলকাতা: আর মাত্র ক’দিনেক অপেক্ষা৷ ঘরে আসছেন না৷ মাস পড়তেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার পরেই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো৷ ফলে পর…

Bank holidays October 2024

Bank holidays October 2024

কলকাতা: আর মাত্র ক’দিনেক অপেক্ষা৷ ঘরে আসছেন না৷ মাস পড়তেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার পরেই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো৷ ফলে পর পর চলবে ছুটি৷ তার আগে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। ওই দিনই আবার মহালয়া৷ এছাড়াও প্রতি রবি ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও রয়েছে৷ এখন প্রশ্ন হল, পুজোর মাসে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? ( Bank holidays October 2024)

ছুটির তালিকা Bank holidays October 2024

আরবিআই যে ছুটির তালিকা দিয়েছে তাতে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে অক্টোবর মাস জুড়ে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন সেই তালিকা৷

১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য ব্যাঙ্ক বন্ধ
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী ও মহালয়া
৩ অক্টোবর- নবরাত্র স্থাপনা (রাজস্থান)
৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি (রবিবার)
১০ অক্টোবর- দুর্গাপুজো
১১ অক্টোবর- অষ্টমী/ নবমী
১২ অক্টোবর- দশেরা/ বিজয়া দশমী
১৩ অক্টোবর- সাপ্তাহিক ছুটি (রবিবার)
১৪ অক্টোবর- দুর্গাপুজো (সিকিম)
১৬ অক্টোবর- লক্ষ্মী পুজো (পশ্চিমবঙ্গ)
১৭ অক্টোবর- মহর্ষী বাল্মীকী জয়ন্তী (কর্ণাটক, অসম, হিমাচল)
২০ অক্টোবর- সাপ্তাহিক ছুটি (রবিবার)
২৬ অক্টোবর- ফোর্থ স্যাটার ডে
২৭ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
৩১ অক্টোবর- দিওয়ালি ও কালীপুজো

আরও পড়ুন-

মহারাষ্ট্র থেকে গ্রেফতার বাংলাদেশি পর্ণ তারকা!

‘নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়’! 

রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু! 

 

National: Discover the complete list of bank holidays in October 2024, including Durga Puja, Lakshmi Puja, Kali Puja, Gandhi Jayanti, and Mahalaya. Plan your finances and holidays effectively with this comprehensive guide.