Job-Fair1

কলকাতা: ক্লার্কশিপ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা নেবে কে? তৈরি হয়েছে অভূতপূর্ব জটিলতা৷ পাবলিক সার্ভিস কমিশন নাকি স্টাফ সিলেকশন কমিশন? নিয়োগের দায়িত্ব কার? তুঙ্গে প্রশাসনিক মহলে ধোঁয়াশা৷

তবে, দুই দপ্তরের মধ্যে জটিলতা কাটাতে সম্প্রতি পিএসসি’র তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ রাজ্য প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা পিএসসিকে দেওয়া হবে? না কি দায়িত্ব পাবে এখনও দিনের আলো না দেখা এসএসসি?

কর্মী নিয়োগের গতি বাড়াতে ইতিমধ্যেই নতুন করে স্টাফ সিলেকশন কমিশনকে ফিরিয়ে আনতে চলেছে রাজ্য৷ দীর্ঘ জটিলতার পর গত বিধানসভা অধিবেশনে বিল পাশও হয়ে গিয়েছে৷ তবে এখনও তা কার্যকর হয়নি৷ ২০১২ সালে এসএসসির পথ চলা শুরু হয়৷

এসএসসি’র হাত থেকে গ্রুপ বি, সি ও ডি পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা এসএসসিকে দেওয়া হলেও লাগাতার দুর্নীতির অভিযোগ ওঠার পর গ্রুপ ডি নিয়োগের জন্য পৃথক সংস্থা গঠন হয়৷ এরপর ২০১৭ সালে রাজ্য এসএসসির কফিনে পোঁতা হয় পেরেক৷ পরে, সেই পেরেক খুলে নতুন করে এসএসিকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ এখন গ্রুপ বি ও সি পদমর্যাদার কর্মী নিয়োগের দায়িত্ব রয়েছে পিএসসি’র হাতে৷

জানা গিয়েছে, নব গঠিত এসএসসি হাতে ননপিএসসি সমস্ত গ্রুপ বি, সি নিয়োগের ভার দেওয়া হয়েছে৷ ফলে, আগামী ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কারা হাতে থাকবে? তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা৷ পিএসসি শেষবার ২০০৭ সালে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল৷ বছর পাঁচেক আগে রাজ্য এসএসসি করণিক নিয়োগের পরীক্ষা নিয়েছিল৷ সেই নিয়োগ নিয়েও ওঠে গুচ্ছ দুর্নীতি৷ এবার কী হবে? উঠছে প্রশ্ন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here