Aajbikel

জবর খবর, সংবাদপত্রের স্বর্ণযুগ এবার দুর্গা-মণ্ডপে

বারাসত: সকালে চায়ের চুমুক দিতে দিতে সংবাদপত্র হাতে নিয়ে, দিনের গুরুত্বপূর্ণ খবরে চোখ বুলিয়ে দিনের প্রস্তুতি শুরু করে দেওয়া৷ আবার, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোবাইলে দেখে দেওয়া দিনভর গুরুত্বপূর্ণ খরব৷ কিংবা ঘরে বসে নজর রাখা টেলিভিশনে৷ সন্ধান ব্রেকিং নিউজের৷ বর্তমান সময়ের সঙ্গে নিজেকে সজাগ রাখা চেষ্টা৷ কিন্তু বর্তমান সময় বিজ্ঞানের হাত ধরে সভ্যতায় রেখেছে
 | 
জবর খবর, সংবাদপত্রের স্বর্ণযুগ এবার দুর্গা-মণ্ডপে

বারাসত: সকালে চায়ের চুমুক দিতে দিতে সংবাদপত্র হাতে নিয়ে, দিনের গুরুত্বপূর্ণ খবরে চোখ বুলিয়ে দিনের প্রস্তুতি শুরু করে দেওয়া৷ আবার, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোবাইলে দেখে দেওয়া দিনভর গুরুত্বপূর্ণ খরব৷ কিংবা ঘরে বসে নজর রাখা টেলিভিশনে৷ সন্ধান ব্রেকিং নিউজের৷ বর্তমান সময়ের সঙ্গে নিজেকে সজাগ রাখা চেষ্টা৷ কিন্তু বর্তমান সময় বিজ্ঞানের হাত ধরে সভ্যতায় রেখেছে যন্ত্র৷ বেড়েছে ব্যস্ততা৷ কাগজ পড়ার পাঠ চুকিয়ে মোবাইলে মোবাইলে পৌঁছে গিয়েছে অনলাইন খবর৷ কালের নিয়মে হারাতে বসা সেই সংবাদপত্রের স্বর্ণযুগ এবার উঠে আসছে মণ্ডবে৷

কলকাতা শহর ছাড়িয়ে জেলায় অশোকনগর আশ্রাফাবাদে এবারের ৩৭ তম বর্ষে পুজোর থিম সংবাদপত্র৷ সংবাদমাধ্যম কেন্দ্রীক সমস্ত বিষয় নিয়ে পুজা মণ্ডপ সেজে উঠছে৷ প্রতিমাতেও থাকছে অভিনবত্ব৷ বিভিন্ন রকমের কাগজ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা৷ সেখানে সেই ঢ্যাড়া পিটিয়ে সংবাদ পরিবেশন করার মত বিষয় যেমন থাকছে, তেমনি থাকছে বর্তমান সময়ের বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মত সংবাদমাধ্যমের বিষয়গুলি৷ এই সমস্ত বিষয় সংবাদমাধ্যমের বিভিন্ন মাধ্যম তুলে ধরা হবে জীবন্ত মডেল সহযোগে৷ আয়োজনে অশোকনগর আশ্রাফাবাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিচালনায় আশ্রাফাবাদ নাগরিকবৃন্দ৷

সংবাদের বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকদের নিরপেক্ষতা, দেশ ও সমাজের কাছে সংবাদমাধ্যমের গুরুত্ব কতটা, সেটা বোঝাতে তাদের এই বছরের থিম ‘জবর খবর’৷ আশ্রাফাবাদ নাগরিকবৃন্দের অন্যতম সদস্য ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র দেবাশিষ মজুমদার বলেন, ‘‘সংবাদমাধ্যম ছাড়া আমরা অচল৷ যেকোন পরিস্থিতি, যেকোন বিষয়ে সংবাদমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে৷ পুরানো সময়, দেশের স্বাধীনতা, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ শুধুমাত্র সংবাদমাধ্যমের মাধ্যম বদলেছে৷ কিন্তু তার কাজ কমেনি৷ বরং সমাজে ও দেশে দায়িত্ব বেড়েছে বহুলাংশে৷ সেই কথা মেনে নিয়েই আমাদের এই ভাবনা৷ এই বছরে পুজা কমিটির উদ্যোক্তাদের আয়োজনে আবালবৃদ্ধবনিতা যে এক অন্যরকম অনুভূতি পাবে৷ সেই বিষয়ে সন্দেহ নেই৷ সাবেকী আনাকে টেক্কা দিতে, অশোকনগর আশ্রাফাবাদ সার্বজনীন দুর্গোৎসব পুজা কমিটি এই বছরে যে থিমের আয়োজন করেছে৷ থিম যখন সংবাদমাধ্যম কেন্দ্রীক, তখন সংবাদমাধ্যমে সংবাদ হওয়াটাই তো স্বাভাবিক৷’’

Around The Web

Trending News

You May like