Aajbikel

মোবাইল নম্বর পোর্ট করাতে চান? সুখবর শোনাল ট্রাই

নয়াদিল্লি: মোবাইল নম্বর পোর্টালিটি পরিষেবা (MNP)-র নতুন নিয়মাবলী কার্যকর হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে৷ শনিবার একথা ঘোষণা করল ট্রাই৷ মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন গ্রাহক৷ বিশষত প্রক্রিয়াটি অনেক বেশী সময়সাপেক্ষ হচ্ছিল৷ এরপরই ত্রুটিগুলি সংশোধন করে টেলিকম সংস্থার৷ টেলিকম রেগুলেশনের সপ্তম সংশোধনী অনুসারে ২০১৮-র ১৩
 | 
মোবাইল নম্বর পোর্ট করাতে চান? সুখবর শোনাল ট্রাই

নয়াদিল্লি: মোবাইল নম্বর পোর্টালিটি পরিষেবা (MNP)-র নতুন নিয়মাবলী কার্যকর হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে৷ শনিবার একথা ঘোষণা করল ট্রাই৷ মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন গ্রাহক৷ বিশষত প্রক্রিয়াটি অনেক বেশী সময়সাপেক্ষ হচ্ছিল৷ এরপরই ত্রুটিগুলি সংশোধন করে টেলিকম সংস্থার৷

টেলিকম রেগুলেশনের সপ্তম সংশোধনী অনুসারে ২০১৮-র ১৩ ডিসেম্বর এই নতুন নিয়ম কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ এরপর প্রযুক্তিগত নানা কারণে একের পর এক বাধা তৈরি হচ্ছিল৷ অবশেষে গত মাসেই ১১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করার দিন ঘোষণা করে ট্রাই৷ তবে পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সংস্থার পক্ষ থেকে নতুন এক বিবৃতিতে জানানো হয় যে প্রযুক্তিগত কিছু সমস্যা তৈরি হওয়ায় নির্ধারিত সময়ে শুরু করা যাবে না MNP-র নতুন নিয়মবিধি৷

মোবাইল নম্বর পোর্টাবিলিটি সার্ভিস (MNPSPs) এবং টেলিকম সার্ভিস প্রোভাইডার (TSPs) নতুন পরিষেবাকে আরও বেশী স্বচ্ছ ও নির্ভুল করতে এবং ভবিষ্যতে পদ্ধতিগত যেকোনোরকম ত্রুটি এড়াতে আরও ভালভাবে পরীক্ষানিরীক্ষা করে নিতে চাইছে বলে সেই বিবৃতি-তে জানানো হয়৷ এরপর ৯ নভেম্বর ফের নতুন নিয়ম কার্যকর করার দিন ঘোষণা করল ট্রাই৷

Around The Web

Trending News

You May like