Aajbikel

কীভাবে কমাবেন ফোনের খরচ, কীভাবে বাঁচবে ডেটা? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে দৈনন্দিন খরচের ক্ষেত্রে সবাই এখন সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করছেন৷ আর এটাই তো স্বাভাবিক৷ রুজি-রুটির স্থায়ীত্ব নেই যেখানে, সেখানে আবার মোবাইল বিলাসিতা৷ কথাটা আপাতদৃষ্টিতে বেমানান মনে হলেও খাঁটি সত্যি৷ কারণ মোবাইলে আসক্তি ঘুম এমনকি খিদের জায়গাও দখল করে নিয়েছে৷ কিন্তু স্পিড নেটের যুগে কম খরচায় মোবাইল পরিষেবা এখন অতীত৷ বেসরকারি টেলিকম সংস্থাগুলি
 | 
কীভাবে কমাবেন ফোনের খরচ, কীভাবে বাঁচবে ডেটা? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে দৈনন্দিন খরচের ক্ষেত্রে সবাই এখন সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করছেন৷ আর এটাই তো স্বাভাবিক৷ রুজি-রুটির স্থায়ীত্ব নেই যেখানে, সেখানে আবার মোবাইল বিলাসিতা৷ কথাটা আপাতদৃষ্টিতে বেমানান মনে হলেও খাঁটি সত্যি৷ কারণ মোবাইলে আসক্তি ঘুম এমনকি খিদের জায়গাও দখল করে নিয়েছে৷ কিন্তু স্পিড নেটের যুগে কম খরচায় মোবাইল পরিষেবা এখন অতীত৷ বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় অনেকটাই মহার্ঘ্য হয়ে গেল৷ তাই সংসার খরচের মত মোবাইলের খরচেও বাজেট করতে হবে৷ তবে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে মোবাইলের খরচ সামলে ওঠা কিন্তু সহজ৷ দেখে নেওয়া দরকার কি সেই সাধারণ নিয়মগুলি?

১. যেকোনো নেটওয়ার্কে প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে শর্তাধীন, বিশেষত লং টার্ম প্ল্যান না ব্যবহার করাই উচিত৷

২. টেলিকম সংস্থাগুলি কোনো ছাড় ঘোষণা করলে তা ভালো করে বিবেচনা করে তারপরেই এগোবেন৷

৩. পুশ নোটিফিকেশন বন্ধ রাখা ভালো৷ অনেকসময় বিভিন্ন অ্যাপসে নানাধরণের বিজ্ঞাপন বা মেসেজিং সার্ভিসের থাকে৷ সেক্ষেত্রে আমাদের অজান্তেই ডাটা খরচ হতে থাকে৷ সুতরাং, যেকোনো ধরনের অ্যাপসে নোটিফিকেশন বন্ধ রাখুন৷

৪.ডাটার ব্যবহার ট্র্যাকিং করুন৷ ব্যবহারিত ডাটা এবং অবশিষ্ট ডাটা-র বিষয়ে একটি পরিষ্কার হিসেব রাখতে হবে৷ নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহারের ক্ষেত্রে নোটিফিকেশান বা ট্র্যাকিং অপশন ব্যবহার করতে পারেন৷ এতে কোন অ্যাপসরে কারণে আপনার কতটা ডাটা খরচ হচ্ছে, তা হিসাব করে সেই অনুযায়ী ডাটা ব্যবহার করতে পারবেন৷

৫. হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড বন্ধ রাখুন৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময়ই অন্য কিছু গ্রুপের থেকে ছবি, ভিডিও কিংবা অডিও রিসিভ করেন; যেগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়৷ একমাত্র ওয়াইফাই ব্যবহার করার সময় ছাড়া সবসময় এই অটো-ডাউনলোড অপশনটি বন্ধ রাখুন৷

৬. ভিডিও দেখা বা গান শোনার সময় সতর্কতা৷ মোবাইলের ডাটা থেকে কোনো মিউজিক ভিডিও বা গান যদি স্ট্রিমিং করেন; সে ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে অনেক বেশি ডাটা খরচ হতে পারে৷ সুতরাং এ ক্ষেত্রে সতর্ক হোন, পারতপক্ষে ওয়াইফাই সংযোগ ছাড়া সেলফোনে ভিডিও বা অডিও স্ট্রিমিং না করাই লাভজনক৷

৭. ডাটা কমপ্রেশন ব্যবহার করুন৷ অনলাইনে আর্টিকেল পড়ার অভ্যাস থাকলে, সে ক্ষেত্রে আপনার মোবাইলে ডাটা কমপ্রেশন চালু রাখা প্রয়োজন৷ এতে করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবপেজে ডাটা খরচের পরিমাণ অনেকটাই কম হয়৷

৮. ডাটা সাশ্রয়ী ব্রাউজার ব্যবহার৷ অনেক ব্রাউজার রয়েছে যা অতিরিক্ত ডাটা খরচ করে সুতরাং ডাটা কম লাগে এমন ব্রাউজার ব্যবহার করা উচিত৷

৯. কম ডেটা খরচ করে আজ বিকেল ডট কমে নজর রাখুন৷ খবর দেখার জন্য আজ বিকেল ডট কমে সরাসরি নজর রেখে দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেয়ে যাবেন৷ তাও আবার কম ডেটা খরচে৷ আজ বিকেল ডট কম আপনার কথা মাথায় রেখে কম ডেটা খরচে খবরের চাহিদা মেটাতে পুরোদমে তৈরি৷

তথ্যগুলো মোবাইল ব্যবহারকারীদের কাছে পরিচিত হলেও অনেক সময় ব্যবহারিক ক্ষেত্রে আমরা ভুলে যাই৷ তবে টেলিফোন সংস্থাগুলির নতুন বর্ধিত ট্যারিফে একবার চোখ বুলিয়ে নিলে এমাস থেকে সম্ভব না হলেও, নতুন বছরের রেজোলিউশন হয়ে উঠবে এই টিপসগুলিই৷

Around The Web

Trending News

You May like