Aajbikel

মঙ্গল গ্রহে বিশাল হ্রদের সন্ধান পেল মহাকাশ গবেষণা সংস্থা

ওয়াশিংটন: মঙ্গল গ্রহে যে জলের অস্তিত্ব রয়েছে, তার প্রমাণ মিলল লালগ্রহে৷ নাসা নিশ্চিত, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে জলাশয় ছিল৷ প্রায় ১৫০ কিলোমিটার চওড়া এই প্রাচীন হ্রদ৷ গত অক্টোবর মাস থেকে ফের মঙ্গলে প্রাণের শুরু করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা৷ আর সেই গবেষণা শুরু হওয়ার আগে মঙ্গলে জলের অস্তিত্বের খোঁজ পেয়ে নিঃসন্দেহে
 | 
মঙ্গল গ্রহে বিশাল হ্রদের সন্ধান পেল মহাকাশ গবেষণা সংস্থা

ওয়াশিংটন: মঙ্গল গ্রহে যে জলের অস্তিত্ব রয়েছে, তার প্রমাণ মিলল লালগ্রহে৷ নাসা নিশ্চিত, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে জলাশয় ছিল৷ প্রায় ১৫০ কিলোমিটার চওড়া এই প্রাচীন হ্রদ৷

গত অক্টোবর মাস থেকে ফের মঙ্গলে প্রাণের শুরু করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা৷ আর সেই গবেষণা শুরু হওয়ার আগে মঙ্গলে জলের অস্তিত্বের খোঁজ পেয়ে নিঃসন্দেহে উচ্ছ্বসিত বিজ্ঞানীরাও৷ গবেষকদের পরবর্তী লক্ষ্য, লাল গ্রহে প্রকৃতি কীভাবে বদলে গিয়েছে সেই বিষয়ে গবেষণা করা৷ নাসার পাঠানো যানের চোখে ধরা পড়েছে সেই শুকিয়ে যাওয়া সুবিশাল খাত৷ সেখানে রয়েছে আলোয় ঝলসানো বিভিন্ন পাথর৷ কম করে ৫০০ ফুটের প্লাটিনামের ভাণ্ডারও মিলেছে৷

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানে একটি লবণের পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে৷ সেখানে লুকিয়ে রয়েছে প্রচুর জল৷ নাসার মঙ্গলযানের পাঠানো নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে টলটলে জলে ভরা একটি হ্রদ ছিল৷ কিন্তু, কোনও প্রাকৃতিক করণে তা ধ্বংস হয়ে গিয়েছে৷

Around The Web

Trending News

You May like