Aajbikel

‘মুখে কলুপ’ কেন? অযোধ্যা রায়ে তৃণমূলকে খোঁচা দিলীপের

কলকাতা: অযোধ্যা রায়ের পর বেশ কিছু সময় অতিবাহিত৷ অথচ তৃণমূলের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য নেই৷ এভাবেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃনমূল নেত্রীকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দীলীপ ঘোষের৷ শনিবার রামমন্দির নিয়ে রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তিনি৷ পাশাপাশি প্রশ্ন ছুঁড়ে দেন শাসকদল তৃণমূলের দিকে৷ ‘এখনও চুপ কেন শাসকদল?’ তিনি আরও বলেন, যখনই জাতি বা সমাজের স্বার্থে,
 | 
‘মুখে কলুপ’ কেন? অযোধ্যা রায়ে তৃণমূলকে খোঁচা দিলীপের

কলকাতা: অযোধ্যা রায়ের পর বেশ কিছু সময় অতিবাহিত৷ অথচ তৃণমূলের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য নেই৷ এভাবেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃনমূল নেত্রীকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দীলীপ ঘোষের৷ শনিবার রামমন্দির নিয়ে রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তিনি৷ পাশাপাশি প্রশ্ন ছুঁড়ে দেন শাসকদল তৃণমূলের দিকে৷

‘এখনও চুপ কেন শাসকদল?’ তিনি আরও বলেন, যখনই জাতি বা সমাজের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কোনো পরিস্থিতি তৈরি হয় তখনই হয় চুপ করে থাকে নয়তো বিরোধীতা করে শাসকদল৷ দিলীপ বাবু দাবি করেন অযোধ্যা মামলার রায় নিয়ে সমর্থন না বিরোধিতা করবেন সে প্রশ্নের কোনও উত্তর নেই শাসকদলের কাছে৷

রাম মন্দির নির্মাণের প্রসঙ্গে দিলীপ বাবুর মত, বহুদিন ধরে এই ইস্যুতে লড়াই করেছে গেরুয়া শিবির, তাতে রাজনৈতিক ভাবে কোনো ফায়দা হয়নি৷ কিন্তু এই লড়াই থেকে যদি সত্যিই কোনো লাভ হয়ে থাকে তবে তার জন্য দলও লাভবান হবে৷ একবার মন্দির তৈরি হয়ে গেলে, সেখান থেকে অবশ্যই রাজনৈতিক ফায়দা হবে, খুব তাড়াতাড়ি রামমন্দির তৈরি হবে বলেই আশা প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি রামজন্মভূমির আন্দোলনে যে ভক্তরা প্রাণ দিয়েছেন এবার তাদের আত্মা শান্তি পাবে বলেও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি৷

Around The Web

Trending News

You May like