Aajbikel

তৃণমূলের পক্ষে কারা? পুলিশ কর্তাদের নামের তালিকা বিজেপির

কলকাতা: কেবল পক্ষপাতদুষ্ট আইএএস-আইপিএস’ই নয়, স্থানীয় থানার ওসি-আইসি’রাও এবার বিজেপির রেডারে চলে এসেছেন। সম্প্রতি রাজ্য বিজেপির এক শীর্ষনেতা দলের সমস্ত জেলা সভাপতিদের কাছে এক গোপন বার্তা পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে, এমন ওসি-আইসি’দের নামের তালিকা প্রস্তুত করতে হবে। গত কয়েকবছর মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের অকারণে হেনস্তা করা থানার
 | 
তৃণমূলের পক্ষে কারা? পুলিশ কর্তাদের নামের তালিকা বিজেপির

কলকাতা: কেবল পক্ষপাতদুষ্ট আইএএস-আইপিএস’ই নয়, স্থানীয় থানার ওসি-আইসি’রাও এবার বিজেপির রেডারে চলে এসেছেন। সম্প্রতি রাজ্য বিজেপির এক শীর্ষনেতা দলের সমস্ত জেলা সভাপতিদের কাছে এক গোপন বার্তা পাঠিয়েছেন।

তাতে বলা হয়েছে, সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে, এমন ওসি-আইসি’দের নামের তালিকা প্রস্তুত করতে হবে। গত কয়েকবছর মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের অকারণে হেনস্তা করা থানার পুলিস অফিসারদের বিস্তারিত বিবরণ জানাতে বলা হয়েছে। অবিলম্বে এই তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, খোদ সর্বভারতীয় নেতৃত্বের তরফে সবুজ সঙ্কেত মেলার পরই এই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যার মূল উদ্দেশ্য, সংশ্লিষ্ট পুলিস অফিসারদের চিহ্নিত করে নির্বাচন কমিশনের মাধ্যমে তাঁদের সরিয়ে দিয়ে নিরপেক্ষ অফিসারদের বসানো।

Around The Web

Trending News

You May like