Aajbikel

কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন না রাজ্যপাল, বাড়ছে তিক্ততা

কলকাতা: রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক অসন্তোষ৷ সেই তালিকায় জুড়ে গেল আরও একটি৷ ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি৷ সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে এনিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ এপর্যন্ত রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি৷
 | 
কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন না রাজ্যপাল, বাড়ছে তিক্ততা

কলকাতা: রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক অসন্তোষ৷ সেই তালিকায় জুড়ে গেল আরও একটি৷ ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি৷

সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে এনিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ এপর্যন্ত রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি৷ রাজ্যপাল বলেন একটি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব যেখানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেখানে রাজ্যপালের কোনো জায়গা নেই৷’ তিনি একথাও জানিয়েছেন যে চলচ্চিত্র উৎসব নিয়ে চিন্তিত নন, কিন্তু মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে উদ্বিগ্ন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে রীতিমত ক্ষুব্ধ রাজ্যপাল বিষয়টি কে অসম্মানজনক বলেও উল্লেখ করেন৷ এপ্রসঙ্গে দুর্গাপূজোর কার্নিভালের উদাহরণ টেনে এনে বলেন, কার্নিভালে তাকে আমন্ত্রণ জানানো হলেও কোনো গুরুত্বই দেওয়া হয়নি৷

ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য নিজেই ইচ্ছা প্রকাশ করছিলেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীর তার আগেই বাড়ির কালীপুজোয় তাঁকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন৷ কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে নিজে বাড়ির ভিতরে নিয়ে গেছিলেন৷ মমতার বাড়িতে সেদিন বেশ কিছুটা সময় কাটান রাজ্যপাল৷

Around The Web

Trending News

You May like