Aajbikel

চলচ্চিত্র উৎসবে কিং খানকে বাংলা শেখালেন রাখী, চমকে উঠলেন মমতা!

কলকাতা: ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’৷ বাংলা ও বাঙালির অনুভূতিকে আন্দোলিত করে বিশ্বকবির রচিত, দেশ মাতার প্রতি উৎসর্গকৃত গানের এই কথাগুলি৷ অবাঙালীদের কাছেও এর গুরুত্ব কিছু কম নয়৷ তবে ভাষা যখন বাধা হয়ে দাঁড়ায় তখন যেকোনো গুরুত্বপূর্ণ কথা যেন আরও সহজ হয়ে যায়, মূল্যবোধ আরও বেড়ে যায়৷ ঠিক তেমনটাই হল ২৫তম আন্তর্জাতিক
 | 
চলচ্চিত্র উৎসবে কিং খানকে বাংলা শেখালেন রাখী, চমকে উঠলেন মমতা!

কলকাতা: ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’৷ বাংলা ও বাঙালির অনুভূতিকে আন্দোলিত করে বিশ্বকবির রচিত, দেশ মাতার প্রতি উৎসর্গকৃত গানের এই কথাগুলি৷ অবাঙালীদের কাছেও এর গুরুত্ব কিছু কম নয়৷ তবে ভাষা যখন বাধা হয়ে দাঁড়ায় তখন যেকোনো গুরুত্বপূর্ণ কথা যেন আরও সহজ হয়ে যায়, মূল্যবোধ আরও বেড়ে যায়৷ ঠিক তেমনটাই হল ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে৷ যখন বর্ষীয়ান অভিনেত্রী রাখী কিং খানকে দিয়ে রবিঠাকুরের ‘ও আমার দেশের মাটি’- বলতে শেখালেন৷

এবার বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন স্বনামধন্য বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার৷ মঞ্চে তাঁকে কিছু বলার আবেদন জানানো হয়৷ দীর্ঘদিন বাংলার বাইরে থেকেও নির্ভুল এবং পরিষ্কার বাংলায় নিজে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেলেন তিনি৷ এরপর শাহরুখের বাংলা প্রীতির কথা উল্লেখ করে তাকে পাশে ডেকে নিলেন৷ তাঁকে দিয়ে বাংলায় বলিয়ে নিলেন রবিঠাকুরের সেই কালজয়ী গানের কথা ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’৷

কলকাতা চলচ্চিত্র উৎসব ২০১৯ভিডিও সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার

Gepostet von Aaj Bikel আজ বিকেল am Freitag, 8. November 2019

বেশ স্পষ্ট উচ্চারণ করে প্রতিটি বাংলা শব্দ সুন্দর করে বললেন শাহরুখ৷ তবে পরক্ষণেই সুবোধ বালকের মত স্বীকারোক্তি কিং খানের৷ তিনি যা বললেন সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই৷ আসলে তো তাই৷ যে বাংলা কথাগুলি না বুঝেই বলে ফেললেন তার মূল্য সম্পর্কে সম্যক ধারণা হয়তো বাংলাভাষীদেরও নেই৷

Around The Web

Trending News

You May like