Aajbikel

কালী পুজোয় দখল রাজনীতি! শাসক নেতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

কলকাতা: কালীপুজো অনুমতি ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপির রাজনৈতিক লড়াই৷ নারায়ণপুরের গোপালপুর শরৎপল্লী নওজোয়ান সংঘের পুজো দখলের চেষ্টার অভিযোগ৷ কাঠগড়ায় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ অভিযোগ অস্বীকার ডেপুটি মেয়রের৷ ডেপুটি মেয়রকে কটাক্ষ দিলীপ ঘোষের৷ তৃণমূলের বিরুদ্ধে রাজারহাটের নারায়ণপুরে শরৎপল্লীর কালী পুজো জোড় করে দখল নেওয়ার অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সরাসরি
 | 
কালী পুজোয় দখল রাজনীতি! শাসক নেতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

কলকাতা: কালীপুজো অনুমতি ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপির রাজনৈতিক লড়াই৷ নারায়ণপুরের গোপালপুর শরৎপল্লী নওজোয়ান সংঘের পুজো দখলের চেষ্টার অভিযোগ৷ কাঠগড়ায় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ অভিযোগ অস্বীকার ডেপুটি মেয়রের৷ ডেপুটি মেয়রকে কটাক্ষ দিলীপ ঘোষের৷

তৃণমূলের বিরুদ্ধে রাজারহাটের নারায়ণপুরে শরৎপল্লীর কালী পুজো জোড় করে দখল নেওয়ার অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সরাসরি রাজারহাটের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে দায়ী করে দিলীপ ঘোষ বলেন, দুর্গা পুজোতেও তৃণমূল জোড় করে দখলের রাজনীতি করেছে৷ দুর্গা পুজোর পর এবার কালী পুজোর দখল নিতেও ছাড়ছে না তৃণমূল৷ দাবি দিলীপের৷

সল্টলেকের ২ নম্বর সিটি সেন্টার চত্বরে চাচক্রে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘‘একটা কালীপুজো মহিলার আয়োজন করেন৷ সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে৷ কিন্তু ওই পুজো কমিটির বেশ কিছু লোক যেহেতু বিজেপিতে চলে এসেছেন, অথএ পুজো করতে দেওয়া হবে না৷ আমি শুনলাম ওখানকার ওসি-আইসি পর্যন্ত বলেছেন তাপসবাবুকে যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে পুজোর অনুমতি দেওয়া হবে৷ আমি শুনেছি ওটা মহিলাদের দ্বারা পরিচালিত পুজো কমিটি৷ আচ্ছা তাপসবাবু কি মহিলা? স্বীকার করুন৷ তাহলে ওই কমিটিতে তাঁকে রাখা হবে৷ জোর করে সব হবে না৷ গায়ের জোরে ঢোকার চেষ্টা করছে তৃণমূল৷ তৃণমূলের এই অভ্যাস ঠিক নয়৷ সবকিছু গায়ের জোরে করা যাবে না৷ এই অভ্যাসটা ঠিক নয়৷ সবকিছু আমার কথায় চলবে এটা হতে পারে না৷ সাধারণ মানুষের কথায় চলেবে৷’’

চলতি সপ্তাহে নারায়ণপুর থানার গোপালপুর শরৎপল্লী নওজোয়ান সংঘের কালীপুজো ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়৷ স্থানীয়দের অভিযোগ, কালীপুজোর জন্য গোপালপুর শরৎপল্লীর মাঠে বাঁশ ফেলা হয়েছিল৷ কিন্তু, তাপসবাবুর অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ডেকরেটার্সের লোকদের হুমকি দেয় বলে অভিযোগ৷ বাঁশ তুলে নিয়ে যাতে বলা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে চলে যান ডেকরেটর্স কর্মীরা৷ এর পরই বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ দেখান মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্যরা৷ স্থানীয়রা বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখান৷ স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন ডেপুটি মেয়র৷ এবার সেই ডেপুটি মেয়রকে কটাক্ষ দিলীপ ঘোষের৷

Around The Web

Trending News

You May like