Aajbikel

কেমন অশান্ত বাংলা? বাদল অধিবেশনে বিরোধী নিশানায় মমতা!

কলকাতা: শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন৷ আগামী ২১ জুন থেকে অধিবেশন শুরু হওয়ার কথা৷ রাজ্যপালের সম্মতি মিললেই জারি হবে অধিবেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি৷ অধিবেশন শুরুর বিজ্ঞপ্তি জারি করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এবারের এই অধিবেশনে দপ্তরওয়াড়ি বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে৷ সঙ্গে রাজ্যপালের ভাষণের উপরও বিতর্ক নিয়ে বাঁধতে চলেছে তুমুল বিতর্ক৷ তৈরি বাম-কংগ্রেস-বিজেপি৷ ভোট পরবর্তী
 | 
কেমন অশান্ত বাংলা? বাদল অধিবেশনে বিরোধী নিশানায় মমতা!

কলকাতা: শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন৷ আগামী ২১ জুন থেকে অধিবেশন শুরু হওয়ার কথা৷ রাজ্যপালের সম্মতি মিললেই জারি হবে অধিবেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি৷ অধিবেশন শুরুর বিজ্ঞপ্তি জারি করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এবারের এই অধিবেশনে দপ্তরওয়াড়ি বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে৷ সঙ্গে রাজ্যপালের ভাষণের উপরও বিতর্ক নিয়ে বাঁধতে চলেছে তুমুল বিতর্ক৷ তৈরি বাম-কংগ্রেস-বিজেপি৷

ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ ও রাজ্যের হাসপাতালগুলির অচলাবস্থা নিয়েও হতে পারে আলোচনা৷ আর এই নিয়ে শাসক বিরোধী তুমুল বাদানুবাদ হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিরোধীরা তাদের সমালোচনার তির যে এবার মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই নিশানা করবে সেটা কার্যত পরিস্কার বিরোধীদের অচারণে৷

Around The Web

Trending News

You May like