Aajbikel

সারদায় তৎপর সিবিআই! দিল্লিতে মোদির দরবারে মমতা!

কলকাতা: অবশেষে বরফ গলছে মোদি-মমতার সম্পর্কে? সমস্ত জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় রাজ্যের বিবাদে জল ঢেলে এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে৷ জানা গিয়েছে, মঙ্গলবার রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০ সেপ্টেম্বর ফিরবেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী
 | 
সারদায় তৎপর সিবিআই! দিল্লিতে মোদির দরবারে মমতা!

কলকাতা: অবশেষে বরফ গলছে মোদি-মমতার সম্পর্কে? সমস্ত জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় রাজ্যের বিবাদে জল ঢেলে এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে৷

জানা গিয়েছে, মঙ্গলবার রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০ সেপ্টেম্বর ফিরবেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ কেননা, সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে সিবিআই তৎপরতা শুরু হওয়ার পরপরই এবার মোদি মমতার বৈঠক শুরু হয়েছে নয়া কৌতুহল৷ এই প্রথম লোকসভা নির্বাচনের পর মোদি মমতা একসঙ্গে মুখোমুখি হতে চলেছেন৷ কিন্তু, হঠাৎ কেন এই সফর? তাও আবার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মমতার এই সফর বেশ তাৎপর্য পূর্ণ বলেও মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর সময় চাওয়ার পর বুধবার সাড়ে চারটেয় বৈঠকের সময় নির্ধারিত হয়েছে৷ ওই বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে হতে পারে আলোচনা৷ এছাড়াও, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও সূত্রের খবর৷

যদিও এর আগে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান থেকে নীতি আয়োগ বৈঠক সহ কেন্দ্রের ডাকা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে দরহাজির ছিল বাংলা৷ এবার, সারদা মমলায় সিবিআই তৎপরতা ও রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন শুরু হতেই মোদি-মমতার বৈঠক ঘিরে জারি নয়া জল্পনা৷ অন্যদিকে, আজল বাইক চালিয়ে নবান্নে পৌঁছে মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে দিয়েছে সিবিআইয়ের দুই আধিকারিক৷ মোবাইলে তুলে রাখানে ভিডিও৷ আজ আগাম জামিনের আর্জি জানিয়ে বারাসত আদালতে মামলা রাজীবের৷ মঙ্গলবার শুনানির সম্ভাবনা৷

Around The Web

Trending News

You May like