Aajbikel

বিশ্বমঞ্চে সাফল্যের দৌড় থামালেন মেরি কম

উলান উদিত: ১৩০ কোটি জনতার প্রত্যাশা বাড়িয়ে ছিলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম৷ অষ্টম পদক নিশ্চিত করলেও অবশেষে ব্রোঞ্জ পদক নিয়ে এবারের মত সাফল্যের দৌড় থামালেন মেরি৷ বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপের সেমিফাইনালে হারে ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন মণিপুরের সোনার মেয়ে৷ তবে, মেরি ব্যর্থ হলেও মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা ছিনিয়ে দিয়েছেন মঞ্জু রানি৷ গত
 | 

উলান উদিত: ১৩০ কোটি জনতার প্রত্যাশা বাড়িয়ে ছিলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম৷ অষ্টম পদক নিশ্চিত করলেও অবশেষে ব্রোঞ্জ পদক নিয়ে এবারের মত সাফল্যের দৌড় থামালেন মেরি৷ বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপের সেমিফাইনালে হারে ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন মণিপুরের সোনার মেয়ে৷ তবে, মেরি ব্যর্থ হলেও মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা ছিনিয়ে দিয়েছেন মঞ্জু রানি৷

গত চারবার মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে চারটি পদক জিতেছিল ভারত৷ এবার চারজন মেয়ে পদক নিশ্চিত করেছিলেন৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য মেরি কম৷ ছিলেন মুঞ্জু রানি, যমুনা বোড়ো ও লভলীনা বড়গেহাঞি৷ আজ বিশ্ব বক্সিংয়ের সেমিফাইনালে নামেন মেরি কম৷ এর আগে ছ’বার সোনা জিতেছেন ৪৮ কেজি বিভাগে৷

কিন্তু এই প্রথম ৫১ কেজি বিভাগে নেমে সেমিফাইনালে ব্যর্থ হলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম৷ ৫১ কেজির বিভাগে অলিম্পিকে পদক পেয়েছিলেন ২০১২ সালে৷ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই বিভাগে পদক জেতেননি৷ আজ সেমিফাইনালে ব্রোঞ্জ পদক পেয়ে সাফল্যের দৌড় শেষ করতে হল মেরি কমকে৷

Around The Web

Trending News

You May like