Aajbikel

প্রথম পরীক্ষায় উত্তীর্ণ উদ্ধব সরকার, ফের রণে ভঙ্গ বিজেপির

মুম্বই: টানটান নাটক শেষে নিজেদের শক্তি জানান দিন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট৷ আস্তা ভোটে জয়ী উদ্ধবের সরকার৷ ১৬৯ জন বিধায়ক মহাজোটকে সমর্থন করেছেন৷ বিধানসভায় আস্থা ভোটের আগেই ওয়াকআউট বিজেপির৷ অস্থায়ী স্পিকার নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলে বিধানসভা ছাড়েন বিজেপি বিধায়করা৷ আজ আস্থা ভোটের জন্য হুইপ জারি করে বিধায়কদের বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল মহাজোট ও বিজেপি৷ কিন্তু,
 | 
প্রথম পরীক্ষায় উত্তীর্ণ উদ্ধব সরকার, ফের রণে ভঙ্গ বিজেপির

মুম্বই: টানটান নাটক শেষে নিজেদের শক্তি জানান দিন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট৷ আস্তা ভোটে জয়ী উদ্ধবের সরকার৷ ১৬৯ জন বিধায়ক মহাজোটকে সমর্থন করেছেন৷ বিধানসভায় আস্থা ভোটের আগেই ওয়াকআউট বিজেপির৷ অস্থায়ী স্পিকার নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলে বিধানসভা ছাড়েন বিজেপি বিধায়করা৷

আজ আস্থা ভোটের জন্য হুইপ জারি করে বিধায়কদের বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল মহাজোট ও বিজেপি৷ কিন্তু, আজ দুপুরে আস্থা ভোটে অনিয়মের অভিযোগ তুলে হট্টগোল শুরু করে দেয় বিজেপি৷

নিময় না মেনে অস্থায়ী স্পিকার নিয়োগ করে কেন আস্থা ভোট করানো হচ্ছে? প্রশ্ন তোলেন দেবেন্দ্র ফড়নবিশ৷ ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রীর প্রশ্ন খারিজ হতেই সভা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা৷ আর তাতেই জয় পেয়ে যায় মহাজোট৷

Around The Web

Trending News

You May like