Aajbikel

সুপ্রিম ‘রাম’ রায়ে সোশ্যাল দুনিয়ায় উত্তেজনা, শ্রীঘরে ৭৭

লখনউ: বিতর্কিত অযোধ্যা মামলাযর রায় ঘোষণার পর এপর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অযোধ্যা মামলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত ৯০ জনকে৷ ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে করা ৮ হাজারের বেশী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ রবিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা
 | 
সুপ্রিম ‘রাম’ রায়ে সোশ্যাল দুনিয়ায় উত্তেজনা, শ্রীঘরে ৭৭

লখনউ: বিতর্কিত অযোধ্যা মামলাযর রায় ঘোষণার পর এপর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অযোধ্যা মামলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত ৯০ জনকে৷ ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে করা ৮ হাজারের বেশী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ রবিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে একটি বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷

অযোধ্যা মামলার রায় ঘোষণার আগের দিন অর্থাৎশনিবার থেকে রবিবার পর্যন্ত স্যোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা করার অপরাধে ৭৭জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ রবিবার করা ৪৫৬৩ টি এই ধরনের পোস্ট সহ মোট ৮২৭৫ টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকেরা৷

রায় ঘোষণার পর মধ্যপ্রদেশের সেওনি থেকে ৮জন এবং গোয়ালিয়র থেকে ২জনকে এই আপত্তিকর পোস্ট ও বাজি ফাটানোর জন্য গ্রেফতার করা হয়েছে৷ রায় ঘোষণার পর চাওনি এলাকায় বাজি ফাটানোর অপরাধে সাসপেন্ড করা হয় গোয়ালিয়র জেলের ওয়ার্ডেন মহেশ অওদকে৷ জেলা প্রশাসনের তরফে রায় পরবর্তী এই ধরনের কাজের জন্য আগাম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্যেই অযোধ্যার বিভিন্ন মন্দিরে প্রার্থনার জন্য ভক্তরা ভিড় করলেও কিছু মুসলিম নেতার দাবি নিরাপত্তা ও একইসঙ্গে আদালতের রায়ে আশাহত হয়ে নবি দিবস উপলক্ষে আয়োজিত ধর্মীয় মিছিল বাতিল করেন তারা৷

Around The Web

Trending News

You May like