Aajbikel

রাতের জলসায় বিষধর সাপ হাতে নাচ, গ্রেপ্তার হতেই মিলল জামিন

জুনাগড়: বিষধর সাপ হাতে নাচ৷ গুজরাতের জুনাগড়ে চলল রাতভর জলসা৷ ভিডিও ভাইরাল হতে অবশেষে গ্রেপ্তার দুই মহিলা-সহ পাঁচ৷ বিষহীন সাপ হাতে নাচের দায়ে ধৃতেদর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই ধৃতদের জামিন মঞ্জুর করেছে আদালত৷ জানা গিয়েছে, গত ৬ অক্টোবর নবরাত্রি উপলক্ষে জুনাগড়ে একটি জলসায় গোখরো ও বেশ কিছু
 | 

জুনাগড়: বিষধর সাপ হাতে নাচ৷ গুজরাতের জুনাগড়ে চলল রাতভর জলসা৷ ভিডিও ভাইরাল হতে অবশেষে গ্রেপ্তার দুই মহিলা-সহ পাঁচ৷ বিষহীন সাপ হাতে নাচের দায়ে ধৃতেদর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই ধৃতদের জামিন মঞ্জুর করেছে আদালত৷

জানা গিয়েছে, গত ৬ অক্টোবর নবরাত্রি উপলক্ষে জুনাগড়ে একটি জলসায় গোখরো ও বেশ কিছু বিষহীন সাপ হাতে নাচতে দেখা যায়৷ ভাইরাল হওয়ায় ভিডিওয় সাপ হাতে তিন মহিলাকে নাচতে দেখে শিউরে ওঠেন নেটিজেনদের একাংশ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা৷ ওই অনুষ্ঠানের আয়োজক ও মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷ কিন্তু, গ্রেপ্তারির পরপর আদালত থেকে জামিন পেয়ে যান অভিযুক্তরা৷

Around The Web

Trending News

You May like