Aajbikel

করতারপুর করিডরের উদ্বোধনে যাচ্ছেন মোদি-মনমোহন

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কর্তারপুরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, কর্তারপুরে যাবেন মনমোহন৷ মনমোহনের পর এবার করতারপুর করিডর উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জল্পনা ভাঙল৷ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী ৮ নভেম্বর
 | 

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কর্তারপুরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, কর্তারপুরে যাবেন মনমোহন৷ মনমোহনের পর এবার করতারপুর করিডর উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জল্পনা ভাঙল৷

কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করতারপুর করিডরের উদ্বোধন করবেন৷ প্রথমে ঠিক হয়, ১১ নভেম্বর করতারপুর করিডরের উদ্বোধন করা হবে৷ ওই প্রকল্পের উদ্বোধনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান-সহ পাক প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকবেন৷ এমনকী, তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে আমন্ত্রণ জানানো হবে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও আমন্ত্রণ জানানো হবে৷

এই সিদ্ধান্তের পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানান, নভেম্বর মাসে গুরুনানকের ৫৫০তমজন্মবার্ষিকী উপলক্ষে এক সর্বদলীয় প্রতিনিধি দল কর্তাপুরে যাচ্ছে৷ সেই প্রতিনিধি দলের অন্যতম প্রধান সদস্য হিসাবে যাচ্ছেন দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পঞ্জাব সরকারের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে৷ তাঁরাও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ এরপর প্রাক্তন প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাবেন বলে সম্মতি দেন৷ পরে আজ প্রধানমন্ত্রীর তরফেও সেই আমন্ত্রণে সাড়া দেওয়া হয়েছে বলে খবর৷

Around The Web

Trending News

You May like