Aajbikel

দয়া দেখাবেন না, প্রয়োজনে ভিক্ষা করে মসজিদ তৈরি করতে পারি: ওয়াইসি

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়ে অসন্তোষ৷ রিভিউ পিটিশনের হুঁশিয়ারি দিল সুন্নি ওয়াকফ বোর্ড৷ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করল না সুন্নি ওয়াকফ বোর্ড৷ আদালতের রায় সন্তোষজনক নয় বলেই জানিয়েছেন বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানি৷ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল বা এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান জানিয়েছেন তিনি৷ এদিন মামলার
 | 
দয়া দেখাবেন না, প্রয়োজনে ভিক্ষা করে মসজিদ তৈরি করতে পারি: ওয়াইসি

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়ে অসন্তোষ৷ রিভিউ পিটিশনের হুঁশিয়ারি দিল সুন্নি ওয়াকফ বোর্ড৷ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করল না সুন্নি ওয়াকফ বোর্ড৷ আদালতের রায় সন্তোষজনক নয় বলেই জানিয়েছেন বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানি৷ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল বা এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান জানিয়েছেন তিনি৷

এদিন মামলার শুনানি পর সুন্নি ওয়াকফ বোর্ড আইনজীবী জাফারিয়াব জিলানি জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এই রায় পুনর্বিবেচনা করে দেখবে বোর্ড৷ আলোচনার পর প্রয়োজনে আইনানুসারে রিভিউ পিটিশনের আবেদন জানানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও জানিয়েছেন জিলানি৷

অন্যদিকে, সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে যেতেই এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, ‘‘এটা মুসলিমদের অধিকারের লড়াই৷ আমরা বিতর্কিত জমির অধিকার নিতে লড়াই করিনি৷ আমাদের ধর্মীয় অধিকারের জন্য লড়াই করেছিলাম৷ কিন্তু, আজ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আমরা অসন্তুষ্ট৷ আমরা সুন্নি ওয়াকফ বোর্ডের সঙ্গে আছি৷ আদালত আমাদের ৫ একর জমি দিতে রাজি হয়েছে৷ ভারতের মুসলিমরা গরিব৷ কিন্তু, এতটা নয়, যে উত্তরপ্রদেশে আমরা ৫ একর জমি কিনতে পারব না৷ প্রয়োজনে ভিক্ষা করব৷ মসজিদ তৈরির জন্য রাস্তায় নেমে ভিক্ষা করলে টাকার অভাব হবে না৷ ফলে, দয়া করে আমাদের দয়া দেখাতে হবে না৷ আদালত সুপ্রিম বটে৷’’

Around The Web

Trending News

You May like