Aajbikel

অযোধ্যা মামলার রায়: কী বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম?

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়দান জাতীয় সংবাদ মাধ্যমে যেভাবে গুরুত্ব পেয়েছে, ততটাই উৎসাহ ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও৷ বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত অযোধ্যার জমি মামলায় সুপ্রিম কোর্টের রায়হান নিয়ে আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়েছে ইলেকট্রনিক্স থেকে প্রিন্ট মিডিয়া সর্বত্র৷ মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এই রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় জয় বলে উল্লেখ করেছে৷ ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ‘‘মুসলিমদের
 | 
অযোধ্যা মামলার রায়: কী বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম?

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়দান জাতীয় সংবাদ মাধ্যমে যেভাবে গুরুত্ব পেয়েছে, ততটাই উৎসাহ ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও৷ বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত অযোধ্যার জমি মামলায় সুপ্রিম কোর্টের রায়হান নিয়ে আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়েছে ইলেকট্রনিক্স থেকে প্রিন্ট মিডিয়া সর্বত্র৷

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এই রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় জয় বলে উল্লেখ করেছে৷ ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ‘‘মুসলিমদের আপত্তি স্বত্ত্বেও বিবাদের মূল কেন্দ্রবিন্দু ওই জমি হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দেওয়ার সুপ্রিম কোর্টের এই রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের প্রতীক৷’’

নিউইয়র্ক টাইমসে লেখা হয়েছে, ‘‘অযোধ্যা নিয়ে সর্বোচ্চ আদালত হিন্দুদের সমর্থন করে, মোদীর নতুন ভারত গড়ার আহ্বানকে জয়ী করেছে৷’’

অযোধ্যা মামলার রায়কে নরেন্দ্র মোদীর ‘বিশাল জয়’ বলে উল্লেখ করে দ্যা গার্ডিয়ান বলেছে, ‘‘নির্বাচনে অভূতপূর্ব জয়ের ছ’মাসের মধ্যে প্রধানমন্ত্রী ও তাঁর দল বিজেপি-র আরও একটা বিশাল জয় যার ফলে অযোধ্যায় রামমন্দির পুনর্নির্মাণ হবে৷ যা হিন্দু জাতীয়তাবাদী কর্মসূচির কেন্দ্রবিন্দু৷’’

বিবিসি জানিয়েছে, ‘‘তর্কসাপেক্ষে বিশ্বের অন্যতম সম্পত্তি বিবাদের নিষ্পত্তি হল৷ এই বিতর্ক ভারতকে মেরুকৃত করেছে, হতাশ করেছে, ক্লান্ত করেছে৷ কারণ এটা কোনও গতানুগতিক নাগরিক বিষয় নয়৷ এর সঙ্গে জড়িত ছিল বিশ্বাস, হিংসা ও ছলকপটতা৷’’

সিএনএনের বক্তব্য, ‘‘ভারতের সর্বোচ্চ আদালতের বিধিমত হিন্দুদের বিতর্কিত ধর্মীয় স্থানে নির্মাণ করতে দেওয়া হয়েছে৷ এটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জমি বিবাদ৷’’

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়ার মধ্যে দ্যা ডন লিখেছে,‘‘আদালতের সর্বসম্মত সিদ্ধান্তের ফলে ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্ধপূর্ণ সম্পর্কের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে৷’’

জিও টিভি বলছে, ‘‘ভারতীয় সুপ্রিম কোর্ট শনিবার রায় দিয়েছে যে বিতর্কিত বাবরি মসজিদের জমি হিন্দুদের দেওয়া উচিত, সেখানে মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া বাবরি মসজিদ প্রতিস্থাপনের জন্য বিকল্প জমি বরাদ্দ করা হোক৷’’

Around The Web

Trending News

You May like