Aajbikel

কাজের অযোগ্য ভারতের তরুণ প্রজন্ম, সতর্ক করল UNICEF

নয়াদিল্লি: বর্তমানে যখন দেশে বেকারত্ব বেড়েই চলেছে৷ শিক্ষা ব্যবস্থায় ত্রুটি সংশোধনে নানান কৌশল তৈরি হচ্ছে তখন ভারতের আগামী প্রজন্মের জন্য গুরুতর ভবিষ্যতবাণী শোনালো ইউনিসেফ (UNICEF)৷ ২০৩০ সালের মধ্যে এদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম ভালো কোনো চাকরি পাবে না শুধুমাত্র যুগোপযোগী দক্ষতার অভাবে৷ তবে শুধুমাত্র ভারত নয় সমস্ত দক্ষিণ এশিয় দেশের তরুণ প্রজন্মের জন্যই এই আগাম সতর্কতা
 | 
কাজের অযোগ্য ভারতের তরুণ প্রজন্ম, সতর্ক করল UNICEF

নয়াদিল্লি: বর্তমানে যখন দেশে বেকারত্ব বেড়েই চলেছে৷ শিক্ষা ব্যবস্থায় ত্রুটি সংশোধনে নানান কৌশল তৈরি হচ্ছে তখন ভারতের আগামী প্রজন্মের জন্য গুরুতর ভবিষ্যতবাণী শোনালো ইউনিসেফ (UNICEF)৷ ২০৩০ সালের মধ্যে এদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম ভালো কোনো চাকরি পাবে না শুধুমাত্র যুগোপযোগী দক্ষতার অভাবে৷ তবে শুধুমাত্র ভারত নয় সমস্ত দক্ষিণ এশিয় দেশের তরুণ প্রজন্মের জন্যই এই আগাম সতর্কতা দিয়েছেন ইউনিসেফ প্রধান হেনরিয়েটা হলসম্যান ফোর৷

তিনি বলেছেন, প্রতিবছর এই দেশগুলির ১০০,০০০ তরুণী-তরুনী শ্রমজীবী হচ্ছে৷ এর মধ্যে অর্ধেকেরই ২১শতকে কাজ করার মত দক্ষতা নেই৷ ফোর বলেন, সীমিত দিশায় এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া৷ যখন এই তরুণ প্রজন্মের প্রতিভা আর যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারে৷

সতর্কবার্তায় তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের দক্ষতা একটি দেশের অর্থনৈতিক অবস্থান নির্ণয় করে৷ এখন থেকেই তাদের দক্ষতার বিষয়ে গুরুত্ব দিলে দেশের দারিদ্রতা কমানো সম্ভব হবে৷ তা না হলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি বিপর্যস্ত হবে, যুব সমাজের হতাশা বৃদ্ধি পাবে এবং বহু প্রতিভা অন্যান্য কর্মক্ষেত্রে হারিয়ে যাবে৷

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (CMIE)-র সমীক্ষা অনুযায়ী দেশের আর্থিক বৃদ্ধির গতি কমে যাওয়ায় অটো, আইটি, টলিকম-এর মত ক্ষেত্রগুলি রীতিমত ধুঁকছে৷ ফলে এই মুহূর্তে এসব ক্ষেত্রে দেশের বেকারত্বের হার ৮.৪৫ শতাংশ৷ পাশাপাশি ক্যাপজেমিনি, ইনফোসিস, কগনিজেন্টের মত বড় মাপের টেকনলজি সংস্থাগুলিও যেখানে উচ্চপদস্থ কর্মচারীদের ছাঁটাই করছে৷ বিএসএনএল-এর ১০০,০০০কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে৷ এই অবস্থায় ভারতের ভবিষ্যত সুরক্ষিত করতে ভারত সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ইউনিসেফ প্রধান৷

Youth on track to reach learning benchmark

Country 2019 2030 (Projection)
Bangladesh 26% 55%
Bhutan 47% 81%
India 19% 47%
Maldives 16% 46%
Nepal 18% 40%
Pakistan 18% 40%
Sri Lanka 61% 68%

Around The Web

Trending News

You May like