Aajbikel

সুখবর: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে নবম ও দশম শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন৷ নবম ও দশম স্তরে চাকরিপ্রার্থীদের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ একইসঙ্গে শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে৷ ডাউনলোড করা যাচ্ছে ইন্টিমেশন লেটার৷ সফল চাকরিপ্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন৷
 | 
সুখবর: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে নবম ও দশম শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন৷ নবম ও দশম স্তরে চাকরিপ্রার্থীদের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ একইসঙ্গে শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে৷ ডাউনলোড করা যাচ্ছে ইন্টিমেশন লেটার৷

সফল চাকরিপ্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন৷ একই সঙ্গে স্কুলের বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে৷ নবম-দশম স্তরে চতুর্থ দফার কাউন্সেলিং হবে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে৷ চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ ২০, ২৩,২৪, ২৫ সেপ্টেম্বর এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে৷ আরও বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট দেখুন৷

দিন কয়েক আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষক চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে৷ কমিশন এই পর্বে ৭০৬টি আসনে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে৷ নবম ও দশম শ্রেণিতে শূন্যপদ ছিল ১৪ হাজার৷ প্রথম কাউন্সেলিংয়ে ৪ হাজারের মতো নিয়োগ হয়েছিল৷

দ্বিতীয় ও তৃতীয় কাউন্সিলিং ৫ হাজার প্রার্থী মনোনীত হন৷ শিক্ষক পদে চাকরি প্রার্থীরা আপডেট তালিকা প্রকাশ করে শূন্যপদ পূরণ করার দাবি নিয়ে গত ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে মার্চ মাসের ২৮ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস ধরে আন্দোলন চালিয়ে ছিলেন৷ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিও কমিটি গঠনের পর আন্দোলন উঠে গেলেও চূড়ান্ত নিয়োগ থমকে ছিল৷ অবশেষে সেই প্রক্রিয়া শুরু করল এসএসসি৷ আন্দোলনরত এসেছি চাকরিপ্রার্থীদের দাবি, আপডেট ভ্যাকান্সি তৈরি করে সকলকে যদি চাকরির ব্যবস্থা করে তাহলে ভালো, না হলে আবার আন্দোলন শুরু হবে৷

Around The Web

Trending News

You May like