Aajbikel

শিক্ষক অনশন! বাংলার শিক্ষায় কেন্দ্রের ভূয়সী প্রশংসা

নয়াদিল্লি: নিজেদের অধিকারের দাবিতে যখন রাজপথ আগলে টানা ২০ দিনের অনশন চালিয়ে যাচ্ছেন বাংলায় পার্শ্ব শিক্ষকরা, ঠিক তখনই বাংলার স্কুল শিক্ষায় মমতা সরকারকে ভূয়সী প্রশংসা মোদির সরকারের৷ ‘বাংলার শিক্ষা’ নামের নয়া ওয়েব পোর্টাল সময়োপযোগী বলে মত কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্প শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও
 | 
শিক্ষক অনশন! বাংলার শিক্ষায় কেন্দ্রের ভূয়সী প্রশংসা

নয়াদিল্লি: নিজেদের অধিকারের দাবিতে যখন রাজপথ আগলে টানা ২০ দিনের অনশন চালিয়ে যাচ্ছেন বাংলায় পার্শ্ব শিক্ষকরা, ঠিক তখনই বাংলার স্কুল শিক্ষায় মমতা সরকারকে ভূয়সী প্রশংসা মোদির সরকারের৷ ‘বাংলার শিক্ষা’ নামের নয়া ওয়েব পোর্টাল সময়োপযোগী বলে মত কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্প শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও দাবি কেন্দ্রের৷ একই সঙ্গে পড়ুয়াদের স্কুল ব্যাগ থেকে শুরু করে জুতো বিলি, শিক্ষামূলক ভ্রমণের সুযোগ থেকে নির্মল বিদ্যালয় অভিযান কেন্দ্রের ভূয়সী প্রশংসা পেয়েছে৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুলশিক্ষা ও সাক্ষরতা সচিব রিনা রায় কেন্দ্রীয় প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বা প্যাবের বৈঠকে রাজ্যের শিক্ষার মান নিয়ে প্রশংসা করেছেন৷

জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে ‘কন্যাশ্রী’ প্রকল্পে ১৫ লক্ষ ছাত্রী সুযোগ পেয়েছে৷ স্কুল ছুট ঠেকাতে ‘সবুজ সাথী’ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে৷ গত শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৫৭ লক্ষ পড়ুয়ার হাতে ব্যাগ তুলে দেওয়া হয়েছে৷ প্রাথমিকের ক্ষেত্রে সেই সংখ্যাটা অন্তত ৫১ লক্ষ৷ মূলত এই পরিসংখ্যান দেখে উচ্ছ্বসিত কেন্দ্র৷

Around The Web

Trending News

You May like