Aajbikel

বৃত্তি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, রেকর্ড গড়ল পরীক্ষার্থীর সংখ্যা

কলকাতা: রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা এবছর শুরু হবে ১৫ অক্টোবর৷ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত৷ প্রাথমিক শিক্ষক উন্নয়ন পরিষদের সম্পাদক তপন কুমার সামন্ত জানিয়েছেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৬৬৫ জন৷ ৩৭৭২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷ ১৯৯২ সাল থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এই পরীক্ষা
 | 
বৃত্তি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, রেকর্ড গড়ল পরীক্ষার্থীর সংখ্যা

কলকাতা: রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা এবছর শুরু হবে ১৫ অক্টোবর৷ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত৷

প্রাথমিক শিক্ষক উন্নয়ন পরিষদের সম্পাদক তপন কুমার সামন্ত জানিয়েছেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৬৬৫ জন৷ ৩৭৭২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷ ১৯৯২ সাল থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এই পরীক্ষা নিয়ে আসছে৷ আগামী ১৫-১৭ অক্টোবর সকাল সাড়ে সাতটা থেকে দশটা ও ১৮-১৯ অক্টোবর সকাল সাড়ে সাতটা ন’টা পর্যন্ত পরীক্ষার সময়সীমা চূড়ান্ত করা হয়েছে৷

পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়া হয়৷ এছাড়াও পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়৷ এর প্রতিবাদে বিশিষ্ট শিক্ষাবিদরা এই পর্ষদ গঠন করেন৷ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ প্রতিষ্ঠিত হওয়ার সময় সভাপতি ছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায়৷ চতুর্থ শ্রেণির শেষে এই বৃত্তি পরীক্ষায় প্রথম বছর প্রায় কুড়ি হাজার পড়ুয়া অংশগ্রহণ করে৷ এবার সেই সংখ্যা এক লাফে বেড়ে প্রায় সাড়ে তিন লক্ষ হতে চলেছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পড়ুয়া, শিক্ষক, অভিভাবক, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আর্জি জানিয়েছেন প্রাথমিক শিক্ষক উন্নয়ন পরিষদের সম্পাদক তপন কুমার সামন্ত৷

Around The Web

Trending News

You May like