Aajbikel

‘দেশে আর্থিক মন্দা থাকলে সিনেমা হলে এত ভিড় বাড়ছে কেন?’

নয়াদিল্লি: ভারতের বেহাল অর্থনীতির অবস্থা তুলে ধরতে গিয়ে নজিরবিহীন উদাহরণ টেনে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ ভারতীয় সিনেমার টিকিট বিক্রির হারের সঙ্গে ভারতীয় অর্থনীতির তুলনা টেনে বিতর্কে কেন্দ্রের এই বর্ষীয়ান মন্ত্রী৷ আজ দুপুরে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে রবিশঙ্কর প্রসাদ জানান, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলাম৷ আমি ভারতীয় সিনামের
 | 

নয়াদিল্লি: ভারতের বেহাল অর্থনীতির অবস্থা তুলে ধরতে গিয়ে নজিরবিহীন উদাহরণ টেনে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ ভারতীয় সিনেমার টিকিট বিক্রির হারের সঙ্গে ভারতীয় অর্থনীতির তুলনা টেনে বিতর্কে কেন্দ্রের এই বর্ষীয়ান মন্ত্রী৷

আজ দুপুরে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে রবিশঙ্কর প্রসাদ জানান, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলাম৷ আমি ভারতীয় সিনামের অনুরাগী৷ আজ ভাবতে অবকা লাগে ভারতীয় সিনেমাগুলি এখন বিশাল ব্যবসা করছে৷ গত ২ অক্টোবর মুক্তি পাওয়া তিনটি সিনেমা জাতীয় ছুটির দিনে মুক্তি পেয়েও ১২০ কোটি টাকা আয় করেছে৷ ১২০ কোটি টাকা এমনও দেশের বাজারে খাটছে৷ যদি ভারতের অর্থনীতি মন্দা হত, হাতে এত টাকা ব্যবসা করল কীভাবে তিনটি সেনেমা৷ তাহলে দেশের জনতার হাতে সিনেমা দেখার টাকা আছে৷ কে বলেছে অর্থনীতি সমস্যা রয়েছে দেশে?’’ মন্ত্রীর এই ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

যদিও পরিসংখ্যান বলছে, টানা ১১ মাস ধরে পড়তে শুরু করেছে পাইকারি গাড়ি বিক্রির ব্যবসা৷ সেপ্টেম্বরে গাড়ি বিক্রি কমেছে অন্তত ২৩.৬৯ শতাংশের কাছাকাছি৷ গাড়ি নির্মাতাকারী সংস্থাদের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য বলছে, গত মাসে গাড়ি বিক্রির সংখ্যা কমেছে ২ লক্ষ৷ এক বছর আগে তা ছিল প্রায় ৩ লক্ষ৷ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাড়ি বিক্রি কমেছে অন্তত ২৩.৫৬ শতাংশের কাছাকাছি৷

Around The Web

Trending News

You May like