Aajbikel

বুলবুল শান্ত হলেই কি বাংলায় ঢুকবে শীত?

কলকাতা: একধাক্কায় বেশ খানিকটা মেনেছে তাপমাত্রা৷ বুলবুলের তাণ্ডব শেষ হতেই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে আবহাওয়া৷ কিন্তু, বুলবুল বিদায় নেওয়ার পরই কী শীত ঢুকবে বাংলায়? হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের উপর অবস্থান করছে৷ ক্রমশ তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে৷ ঝড়ের গতি কমে এলেও এখন নিম্নচাপের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে৷
 | 
বুলবুল শান্ত হলেই কি বাংলায় ঢুকবে শীত?

কলকাতা: একধাক্কায় বেশ খানিকটা মেনেছে তাপমাত্রা৷ বুলবুলের তাণ্ডব শেষ হতেই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে আবহাওয়া৷ কিন্তু, বুলবুল বিদায় নেওয়ার পরই কী শীত ঢুকবে বাংলায়?

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের উপর অবস্থান করছে৷ ক্রমশ তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে৷ ঝড়ের গতি কমে এলেও এখন নিম্নচাপের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে৷ ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

হাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে স্বভাবিক হতে পারে আবহাওয়া৷ নদীয়া ও উত্তর ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে৷ সোমবার থেকে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ গোটা রাজ্যেই ঝলমলে রোদ থাকবে৷ আবহাওয়া স্বাভাবিক হলেই কি বাংলায় শীত ঢুকবে? সেই প্রশ্নের উত্তর এখনই জানাতে নারাজ হাওয়া অফিস৷
শীতের আগমন নিয়ে ব্যাখ্যা প্রসঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, শীতের মাস সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি৷ কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ডিসেম্বরের ঢুকে পড়েছে শীত৷

পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়ায় নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বেশ ভালো ঠান্ডা পড়ে যায়৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তা চলে যায় একেবারে পুরোমাত্রায়৷ আতাত ১৫ ডিসেম্বরের আগে শীত পড়বে না শহরে৷ তাপমাত্রা ১৫ ডিগ্রির কম না হলে সেটিকে শীত বলে ধরা হয় না৷ শীত আসার কোনও সঠিক সময় হয় না৷ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঢোকে শীত৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, দিল্লিতে শীত ঢোকে নভেম্বরের শেষদিকে৷ কলকাতায় ডিসেম্বরে৷ কাশ্মীরে সারা বছর শীত থাকে৷ দক্ষিণের দিকে থাকে না৷ তবে হালকা শীতের আমেজের আপাতত চলবে৷

Around The Web

Trending News

You May like