Aajbikel

গুটখা বন্ধ হলে কেন মদ নিষিদ্ধ হবে না? খৈনি টিপে মত ক্রেতার

কলকাতা: গুটখা-খৈনি মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ করেছে রাজ্য৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নেশা মুক্ত রাজ্য গড়তে এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দপ্তর৷ কিন্তু কোথায় কি! কোনও নিষেধবাণী শুনছেন না কেউ৷ নিয়মের তোয়াক্কা না করেই শহরের বিভিন্নপ্রান্তে দিব্যি চলছে গুটখা বেচাকেনা৷ প্রায় সবার মুখেই একটাই কথা, গুটখা, পানমশালা বিক্রি বন্ধ করা হয়েছে, আমরা জানি
 | 
গুটখা বন্ধ হলে কেন মদ নিষিদ্ধ হবে না? খৈনি টিপে মত ক্রেতার

কলকাতা: গুটখা-খৈনি মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ করেছে রাজ্য৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নেশা মুক্ত রাজ্য গড়তে এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দপ্তর৷ কিন্তু কোথায় কি! কোনও নিষেধবাণী শুনছেন না কেউ৷

নিয়মের তোয়াক্কা না করেই শহরের বিভিন্নপ্রান্তে দিব্যি চলছে গুটখা বেচাকেনা৷ প্রায় সবার মুখেই একটাই কথা, গুটখা, পানমশালা বিক্রি বন্ধ করা হয়েছে, আমরা জানি না৷ গুটখার দোকানিদের সাফ কথা, আমরা জোর করে কাউকে গুটখা বিক্রি করছি না৷ ক্রেতারা চাইলে কি তাঁকে ফিরিয়ে দেব? পেট চলবে কী করে? ক্রেতাদের একাংশ দাবি, যদি গুটখা নিষিদ্ধ করা হয় তাহলে মদ, সিগারেটের উপর কেন নিষেদ্ধা চাপানো হবে না?

মূলত উত্তর প্রদেশ, গুজরাট, বিহার থেকে তৈরি হয়ে এই সমস্ত পণ্য বড়বাজার থেকে শহরের নানাপ্রান্তে দোকানিদের কাছে গিয়ে পৌছায়৷ সরকারি আধিকারিকদের মতে, এভাবে গুটখা-তামাকজাত পানমশালা বন্ধ করা কার্যত অসম্ভব৷ এই ধরনের পণ্য বিক্রি বন্ধের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে বলে মত আধিকারিকদের৷

Around The Web

Trending News

You May like