Aajbikel

স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী সাফল্য, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: গত ৮ বছরে তাঁর সরকারের আমলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন হয়ে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি টুইট বার্তায় রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা সমস্ত সরকারি হাসপাতালে রাজ্যবাসীর জন্য চিকিৎসা, রোগ নির্ণয় ও ওষুধ এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলছে৷
 | 
স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী সাফল্য, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: গত ৮ বছরে তাঁর সরকারের আমলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন হয়ে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি টুইট বার্তায় রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা সমস্ত সরকারি হাসপাতালে রাজ্যবাসীর জন্য চিকিৎসা, রোগ নির্ণয় ও ওষুধ এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলছে৷ পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার সাড়ে সাত কোটি মানুষ সরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন৷

এই প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় ৬.৫৩ লক্ষ মানুষ এই সেবার আওতায় এসেছেন৷ এই প্রকল্পে সরকারের খরচের পরিমাণ প্রায় ৬৭০ কোটি টাকা৷ বর্তমানে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Around The Web

Trending News

You May like